কাজিরাবাদ ইউপির ফলাফল ঘোষনা নৌকার প্রার্থী সুমন বিজয়ী
বেতাগী উপজেলার কাজিরাবাদ ইউনিয়নের উপ-নির্বাচনের ফলাফল ঘোষনা করা হয়েছে। এতে চেয়ারম্যান পদে ৪১৩ ভোট বেশি পেয়ে বিজয়ী হয়েছে নৌকা মার্কার প্রার্থী মো. সালাউদ্দিন মাহমুদ সুমন। তিনি পেয়েছেন ৩ হাজার ৪৫১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোটরসাইকেল মার্কার স্বতন্ত্র প্রার্থী মো. কামাল হোসেন পেয়েছেন ৩ হাজার ৩৮ ভোট। বুধবার রাত ৮ টায় বেতাগী উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার কাজী সহিদুল ইসলাম বেসরকারিভাবে এ ফলাফল ঘোষনা করেন। এ সময় উপস্থিত ছিলেন, বেতাগী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সুহৃদ সালেহীনসহ নির্বাচনের সাথে সংশ্লিস্ট কর্মকর্তারা।সকাল ৯ টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত বিরতিহীনভাবে ব্যালটের মাধ্যমে ৯ টি ভোটকেন্দ্রে ভোটগ্রহন অনুষ্ঠিত হয়। তবে বৃষ্টির কারণে প্রথমদিকে ভোটারদের উপস্থিতি কম থাকলেও বেলা বাড়ার সাথে সাথে ভোটার উপস্থিত বাড়তে থাকে।এ ইউনিয়নে মোট ভোটার ১৩ হাজার ১৬৮ জন। তাদের মধ্যে পুরুষ ৬ হাজার ৬০১ জন এবং নারী ৬ হাজার ৫৬৭ জন। তারা মোট ৯টি কেন্দ্রে ভোট প্রদান করবেন। নির্বাচনে ৯ জন প্রিজাইডিং অফিসার, ৪০ জন সহ-প্রিজাইডিং অফিসার এবং ৮০ জন পোলিং অফিসার দায়িত্ব পালন করেন।