বুধবার, ১৯ মার্চ ২০২৫, ০৬:০৪ পূর্বাহ্ন

কাশিমপুর কারাগারে মৃত্যুদণ্ডাদেশ প্রাপ্ত আসামীর ফাঁসি কার্যকর 

নিজস্ব প্রতিবেদক, গাজীপুরঃ / ১৩১ বার পড়া হয়েছে।
সময় কাল : সোমবার, ৯ জানুয়ারি, ২০২৩

গাজীপুরের কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগার পার্ট-৪ এ বন্দি মৃত্যুদণ্ডাদেশ প্রাপ্ত এক কয়েদির ফাঁসি কার্যকর করা হয়েছে। রোববার (৮ জানুয়ারি ) রাত ১০ টায় তার ফাঁসি কার্যকর হয়।
ফাঁসি কার্যকর হওয়া কয়েদি হলেন, বগুড়ার মালতি নগর নামাপাড়া এলাকার মোজাম ফকিরের ছেলে সাইফুল ইসলাম রফিক (৫০)। তার কয়েদি নং ছিল ৪১৭/এ।
বিষয়টি নিশ্চিত করেছেন কাশিমপুর কেন্দ্রীয় কারাগারের হাই হাইসিকিউরিটি কারাগারের সিনিয়র জেল সুপার সুব্রত কুমার বালা।
কারা সূত্রে জানা যায়, ফাঁসি দিয়ে মৃত্যু কার্যকর করেন  জল্লাদ শাহজাহান ভুইয়া। পরে মৃত্যু নির্শ্চিত করেন গাজীপুর সিভিল সার্জন খায়রুজ্জামান। তার বিরুদ্ধে নারী ও শিশু মামলা নং ২১৩/২০০৪, বগুড়া থানার মামলা নং-১৭(০১৭/০৪,ধারা- নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ এর ৯(৩)/৩০ তৎসহ ৩৯৫ দন্ডবিধি মামলা রুজু ছিল।
মৃত্যুদন্ড কার্যকর করার সময় আরো উপস্থিত ছিলেন গাজীপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. হুমায়ুন কবির,গাজীপুর মহানগর পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার রেজুয়ান আহামেদ,ডা: কামরুন্নাহার, গাজীপুর, গাজীপুর জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট ওয়াসিউজ্জামান চৌধুরী, সিনিয়র জেল সুপার সুব্রত কুমার বালা প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর