শিরোনামঃ
কাশিমপুর কারাগারে ৩০ বছরের সাজাপ্রাপ্ত কয়েদির মৃত্যু
গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এ বন্দি হত্যা মামলায় ৩০ বছরের সাজাপ্রাপ্ত এক কয়েদির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকালে তার মৃত্যু হয়।
নিহত কয়েদির নাম সামসু মিয়া (৬৫)। তিনি গাজীপুরের কালীগঞ্জ উপজেলার সেনপাড়া এলাকার জাফর আলীর (জুলন) ছেলে। বর্তমানে তিনি কালিয়াকৈরে থাকতেন। তার কয়েদি নং- ৬৪৫১/এ।
গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এর সিনিয়র জেল সুপার মোঃ আমিরুল ইসলাম জানান, ২০০৩ সালে কালীগঞ্জ থানায় হত্যা মামলায় ৩০ বছরের কারাদণ্ডপ্রাপ্ত ছিল সামসু মিয়া। বৃহস্পতিবার ভোরে কারাগারের ভেতর তিনি অসুস্থ হয়ে পড়ে। এ সময় তাকে দ্রুত গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে নেয়ার পর চিকিৎসাধীন অবস্থায় সকাল সোয়া ৬টার দিকে তার মৃত্যু হয়। কালীগঞ্জ থানায় তার মামলা নং-১১(০৩)০৩ এবং দায়রা মামলা নং-২২৬/০৩, ধারা -৩০২ দন্ডবিধি।
গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের ইনচার্জ আবুল ফজল মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
জেল সুপার আরো জানান, আইনী প্রক্রিয়া শেষে মরদেহ নিহতের স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
আপনার মতামত লিখুন :
Leave a Reply
এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর