বুধবার, ১৯ মার্চ ২০২৫, ০৭:৩১ পূর্বাহ্ন

কুড়িগ্রামে বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে বিএনপির মানববন্ধন কর্মসূচি পালিত 

বুলবুল ইসলাম,কুুুড়িগ্রাম জেলা প্রতিনিধি: / ৭৫ বার পড়া হয়েছে।
সময় কাল : রবিবার, ১০ ডিসেম্বর, ২০২৩

বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে বিএনপির কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে কুড়িগ্রাম জেলা বিএনপি মানববন্ধন ও সমাবেশ করেছে।

রবিবার (১০ ডিসেম্বর) কুড়িগ্রাম পুরাতন পোস্ট অফিস পাড়া জেলা বিএনপির কার্যালয়ের সামনে ঘন্টা ব্যাপি এ মানববন্ধন সমাবেশ অনুষ্ঠিত হয়। কুড়িগ্রাম জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি, মোঃ আবু বকর সিদ্দিকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,  বিএনপির জাতীয় নির্বাহী  কমিটির সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব  সাইফুর রহমান রানা।

তিনি বলেন, আজকে দেশের জনগণ ফ্যাসিস্ট সরকারের পদত্যাগের দাবিতে  ঐক্যবদ্ধ। আমরা রাজপথে আছি রাজপথে থাকব। আগামী ১৬ ই ডিসেম্বর বিজয় দিবসে সারা বাংলাদেশের মতো কুড়িগ্রামেও ব্যাপক মিছিল ও জণসমাগমের মাধ্যমে সরকার কে জানিয়ে দেব এ সরকারকে জনগণ আর চায়না। আমরা এই সরকারের অধীনে নির্বাচন মানবো না।

সরকারের পতন না হওয়া পর্যন্ত রাজপথে থাকব। এ মানববন্ধন সমাবেশে আরও বক্তব্য রাখেন, জেলা বিএনপির সহ-সভাপতি মোঃ মোস্তাফিজার রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক হাসিবুর রহমান হাসিব, ব্যারিষ্টার রবিউল আলম সৈকত, চিলমারি উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল বারী সরকার, জেলা বিএনপির সহ- ছাত্র বিষয়ক সম্পাদক মাসুদ রানা, জেলা বিএনপির সদস্য মোঃ আজিজুল হক, শাহিন শেখ রঞ্জু প্রমূখ। এছাড়াও বক্তব্য রাখেন, যুবদল সেচ্ছাসেবকদল, ছাত্রদল, মৎস্যজীবী দলের নেতৃবৃন্দ।

 

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর