কোনাবাড়ীতে ঝুটের গোডাউনে আগুন
গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়ী দেওয়ালিয়াবাড়ি এলাকায় ঝুটের গোডাউনসহ একটি বসতবাড়ীতে অগ্নি কাণ্ডের ঘটনা ঘঠেছে। শনিবার (২৫জুন) দুপুর ২ টার দিকে দুলাল মিয়ার ঝুটের গুদাম থেকে আগুনের সূত্রপাত হয় পরে পাশে থাকা আরও ৮ গোডাউনে আগুন ছড়িয়ে পড়ে। এসময় একটি বসতবাড়ি আগুনে পুড়ে যায়। প্রথমে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে কাজ করে। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট প্রায় একঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। কাশিমপুর ডিবিএল ফায়ার সার্ভিসের ইন্সপেক্টর মোঃ মিরাজুল ইসলাম জানান, দুপুর দুইটার দিকে ঝুটের গুদামে আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তিনটি ইউনিটের প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তাৎক্ষণিক আগুন লাগার কারণ ও ক্ষতির পরিমান জানা সম্ভব হয়নি।