শিরোনামঃ
কোনাবাড়ীতে পুলিশ বক্সে আগুন

নূন্যতম বেতন ২৩ হাজার টাকার দাবিতে ৭ম দিনের মতো গাজীপুরের বিভিন্ন এলাকায় চলছে পোশাক শ্রমিকদের বিক্ষোভ। সকাল থেকেই গাজীপুরের ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে তারা। পুলিশের সাথে চলে ধাওয়া পাল্টা ধাওয়া। পুলিশকে লক্ষ করে ইট পাটকেল ছুঁড়ে মারে বিক্ষুব্ধ শ্রমিকরা। শ্রমিকদের ছত্র ভঙ্গ করতে পুলিশও সাউন্ড গ্রেনেড,টিয়ারসেল নিক্ষেপ করে। এসময় বিক্ষুব্ধ শ্রমিকরা পুলিশের গাড়ীসহ বেশ কয়েকটি যানবাহনে আগুন ধরিয়ে দেয়।
দুপুর ২টা থেকে কোনাবাড়ী ও কাশিমপুর এলাকায় বিক্ষোভ শুরু করে শ্রমিকরা। এসময় কোনাবাড়ী পুলিশ বক্সে আগুন ধরিয়ে দেয় বিক্ষুব্ধ শ্রমিকরা। পরে আশে পাশের লোকজন এসে আগুন নিয়ন্ত্রণ করে। দক্ষিণ কাশিমপুর এলাকায় পুলিশ ও শ্রমিকদের মধ্যে দফায় দফায় চলে ধাওয়া পাল্টা ধাওয়া। এসময় আশে পাশের সকল কারখানা বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ। শ্রমিকদের দাবী ২০ থেকে ৩০ জন শ্রমিক আহত হয়েছেন পুলিশের লাঠি চার্জে। তারা বলেন,আমাদের যৌক্তিক দাবী কেন মানা হচ্ছে না।
এ বেতন বৃদ্ধির আন্দোলন গত সোমবার শুরু হয় কালিয়াকৈর উপজেলার মৌচাক এলাকার কয়েকটি কারখানায়। এরপর দিন যতো যাচ্ছে শ্রমিকরা ততোই বিক্ষুব্ধ হয়ে উঠেছে। শ্রমিকদের এ আন্দোলন ছড়িয়ে পড়েছে গাজীপুর মহানগরীর বিভিন্ন এলাকায়।
জাতীয় গার্মেন্টস শ্রমিক জোট বাংলাদেশ এর কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মোঃ আশরাফুজ্জামান জানান, ভাংচুর করা কোন অবস্থাতেই কাম্য নয়। এই আন্দোলনের সাথে আমাদের কোন শ্রমিক সংগঠন জড়িত নয়। বহিরাগত কিছু লোক এসে কারখানার গেটে ভাংচুর করে। ভিতরের শ্রমিকদের উসকিয়ে দেয়। শুধু তাই নয় লান্সে ছুটির সময় তাদের বাসায় যেতে বাঁধা দেওয়া হয়।
কোনাবাড়ী থানার অফিসার ইনচার্জ কে এম আশরাফ উদ্দিন বলেন,সকাল থেকে পরিবেশ শান্ত ছিলো। দুপুর থেকে হঠাৎ শ্রমিকরা বিক্ষুব্ধ হয়ে উঠে। তারা পুলিশকে লক্ষ করে ইট পাটকেল ছুঁড়ে মারছে। পরিস্থিতি নিয়ন্ত্রণ করার চেষ্টা চলছে।
গাজীপুর শিল্পাঞ্চল পুলিশ-২ এর অতিরিক্ত পুলিশ সুপার মো. মঈনুল হক জানান, শ্রমিকরা আন্দোলন করছে মহাসড়ক অবরোধ করে। তারা উত্তেজিত হয়ে ভাংচুর ও ইটপাটকেল ছুঁড়ে।
আপনার মতামত লিখুন :
Leave a Reply
এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর