খোকশাবাড়ির গুনের গাঁতীতে স্বপ্নসারথি দল গঠন
সোমবার বিকেল ৩টায় সিরাজগঞ্জ সদর উপজেলার খোকশাবাড়ী ইউনিয়নের গুনেরগাতী গ্রামে সাহিদা মেম্বারের বাড়িতে সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচির আয়োজনে স্বপ্নসারথি দল গঠন করা হয়েছে ।
“দ্যা ড্রিমার”, মানে যে স্বপ্ন দেখে ২৫ জন ড্রিমারকে নিয়ে স্বপ্নসারথি দল গঠন করা হয়। ১৩থেকে ১৭ বছরের কিশোরীদের নিয়ে একটি দলবদ্ধ সংগঠন যার মাধ্যমে তারা একে অপরের খোঁজ খবর সহযোগিতা এবং ঐক্যবদ্ধ হয়ে বাল্যবিয়ে রুখে দিতে পারবে।
এসময়ে উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ সদর উপজেলা সমাজসেবা অফিসার মোঃ সোহেল রানা, পল্লীসমাজের সভাপ্রধান ও ইউপি সদস্য মোসা: সাহিদা খাতুন, ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচির অফিসার মোঃ মাসুদ রানা, ।স্বপ্নসারথি দল গঠনে সর্বসম্মতিক্রমে তিন সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি গঠন করা হয়। আহবায়ক নির্বাচিত হয় মৌমিতা খাতুন , সহ আহবায়ক পদে নির্বাচিত হয় মোছাঃ সাহিদা খাতুন ও ঋতুবর্ন খাতুন।