শিরোনামঃ
গাজীপুরে এক সঙ্গে তিন সন্তানের জন্ম দিলেন গৃহবধূ
গাজীপুর জেলা সংবাদদাতাঃ গাজীপুরে এক সঙ্গে তিন সন্তানের জন্ম দিয়ছেন নুপুর আক্তার নামে (২২) এক গৃহবধূ। শুক্রবার (২৪ মে) রাত সাড়ে ৮ টার সময় মহানগরীর কোনাবাড়ী ক্লিনিকে তাদের জন্ম হয়। মা ও তিন নবজাতক ছেলে সুস্থ আছেন বলে জানিয়েছেন চিকিৎসক।
এদিকে তিন সন্তানের জন্ম এবং সুস্থ দেখে আনন্দিত তাদের পরিবার।
গৃহবধূ নুপুর আক্তার বললেন,তিন সন্তান জন্মগ্রহণ করায় পরিবারে যেমন আনন্দ বইছে তেমনি চিন্তায় বেড়েছে। কারণ আমরা গরিব মানুষ কিভাবে লালন পালন করবো বাচ্চাদের। তিনি বলেন, আমার স্বামী তুরাগ নদীতে নৌকা চালিয়ে যে আয় হয় তা দিয়ে কোনমতে চলে সংসার। তিন সন্তানের ও নিজের জন্য দোয়া চেয়েছেন দেশবাশীর কাছে।
ওই গৃহবধূ গাজীপুর সদর মেট্রো থানাধীন খালিশাবর্থা গ্রামের নাজমুল হোসেনের স্ত্রী। তিনি কোনাবাড়ী পিএন গার্মেন্টসে সুয়িং অপারেটর হিসেবে কর্মরত আছেন।
হাসপাতালের ম্যানেজার রফিকুল ইসলাম জানান,
ওই গৃহবধূ শুরু থেকেই এই হাসপাতালে প্রসূতি ও স্ত্রী রোগ বিশেষজ্ঞ সহকারী অধ্যাপিকা ডা: বুশরা জাহানের তত্ত্বাবধানে ছিলো। প্রথম থেকেই জানা ছিলো তিন সন্তান হবে। গত শুক্রবার রাত সাড়ে ৮ টার দিকে পরিবারের মতামতের ভিত্তিতে ওই গৃহবধূকে সিজার করা হয়। বর্তমানে মা- ও তিন নবজাতক সুস্থ আছে।
আপনার মতামত লিখুন :
Leave a Reply
এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর