গাজীপুরে জামাতের ১৭ নেতাকর্মী আটক
গাজীপুরে যুদ্ধাপরাধীদের মুক্তির দাবীসহ রাষ্ট্রবিরোধী কর্মকান্ডের দায়ে ১৭ জন জামাত ইসলামী নেতাকর্মীকে আটক করেছে গাজীপুর মহানগর গোয়েন্দ পুলিশ। আটককৃতরা হলেন, গাজীপুর মহানগর জামায়েতের সহকারী সেক্রেটারি জেনারেল আফজাল হোসেন, গাছা থানা জামাতের সভাপতি আব্দুল মোতালেব, শামীম আল মামুন, জালাল উদ্দিন, আশরাফুল আলম রাজুসহ ১৭ জন আটক।
এব্যাপারে সোমাবার দুপুরে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনে উপ-পুলিশ কমিশনার (অপরাধ) জাকির হোসেন প্রেসব্রিফিংয়ে জাুিনয়েছেন। তিনি জানান, গেল- ৩০-৩১জুলাই সকালে নগীর বিভিন্ন স্থানে তারা রাষ্ট্রবিরোধী স্লোগান দিয়ে যুদ্ধাপরাধীদের মুক্তির দাবী করে বিক্ষোভ মিছিল করতেছিল জামায়েতের নেতাকর্মীরা। এসময় মিছিল থেকে জামায়েতের নেতাকর্মীরা বেশ কিছু যানবাহন ভাঙচুর চালায় এবং জনসাধাণের চালাচলের রাস্তা বাঁধা দিয়ে নাশকতার প্রস্তুতি নেয়।
খবর পেয়ে ঘটনাস্থল থেকে পুলিশ ৮-জনকে আটক করে। পরে তাদের দেয়া তথ্য মতে গোয়েন্দা পুলিশের অভিযানে আরো ৯ জনকে আটক করে। আটককৃতদের বিরুদ্ধে দ্রুত বিচার ও বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়েরের পর গাজীপুর চীফ মেট্রাপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়েছে।