বৃহস্পতিবার, ২২ মে ২০২৫, ০৯:০২ পূর্বাহ্ন
শিরোনামঃ
গাজীপুরে দুই প্রতিষ্ঠানকে জরিমানা মামলার ভয় দেখিয়ে টাকা আদায়ের অভিযোগ বন বিভাগের বাগান মালি হাসেম আলীর বিরুদ্ধে সিরাজগঞ্জে বিএনপি নেতাদের বিরুদ্ধে মিথ্যা মামলা ও অপ-প্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন লালমনিরহাটে তিন কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস করলো বিজিবি কোনাবাড়ীতে শিশুকে ধর্ষণ চেষ্টা মামলায় সিএনজি চালক গ্রেফতার সলঙ্গায় অবৈধ ভাবে জোরপূর্বক জমি দখলের অভিযোগ বেতাগী যুব ফোরামের দক্ষতা বৃদ্ধিমূলক রিফ্রেসার্স প্রশিক্ষণ অনুষ্ঠিত টানা ৫ দিন কাস্টমস কর্মকর্তাদের ‘কলম বিরতি’র পর আবারো কাজ শুরু হয়েছে বেনাপোল কাস্টমস হাউজে কাজিপুরে বিতর্ক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত  কাজিপুরের হেলাল উদ্দিন হেলুর প্রতিবাদ 

গাজীপুরে দুই প্রতিষ্ঠানকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক / ৫ বার পড়া হয়েছে।
সময় কাল : বৃহস্পতিবার, ২২ মে, ২০২৫

অনুমোদন না থাকায় গাজীপুরে দুইটি প্রতিষ্ঠানকে জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত।

বুধবার (২১ মে) বিকেলে গাজীপুর জেলা প্রশাসন ভ্রাম্যমান আদালত পরিচালনা করে এ জরিমানা করেন। ভ্রাম্যমান আদালতে নেতৃত্ব দেন গাজীপুর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট নুসরাত জাহান অনন্যা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ শহীদ উল্লাহ।

নির্বাহী ম্যাজিস্ট্রেট নুসরাত জাহান অনন্যা জানান, গাজীপুরের কালীগঞ্জ উপজেলার জাঙ্গালিয়া শশী মার্কেট এলাকায় কিং বিডি নামে একটি প্রতিষ্ঠান রয়েছে। প্রতিষ্ঠানটি বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইন্সটিটিউশনের (বিএসটিআই) অনুমোদন ছাড়া ব্যবসা পরিচালনা করে আসছিল। খবর পেয়ে সেখানে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। পরে বিএসটিআই আইন, ২০১৮ এর ২৭ ধারায় প্রতিষ্ঠানকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া প্রতিষ্ঠানে থাকা জুস, চিপস, চাটনি ও লাচ্ছি ধ্বংস করা হয়েছে।

এদিকে গাজীপুর মহানগরের কোনাবাড়ী থানার বাইমাইল এলাকায় অনুমোদন ছাড়া একটি মিনি পেট্রোল পাম্পের কার্যক্রম চালিয়ে আসছিল এক ব্যবসায়ী। সেখানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। পরে পেট্রোলিয়াম আইন, ২০১৬ এর ৪ ধারা লঙ্গনের অপরাধে ২০(১) ধারায় ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর