শিরোনামঃ
গাজীপুরে নৌকা পেলেন যারা
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আ.লীগ মনোনীত প্রার্থীদের নাম ঘোষণা করা হয়েছে। রোববার (২৬ নভেম্বর) বিকেল ৪ টায় আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে নৌকার প্রার্থীদের নাম ঘোষণা করেন দলটি সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
গাজীপুরে পাঁচটি আসনের মধ্যে ৪ টিতে পুরোনোদের মনোনীত করা হলেও নতুনত্ব এসেছে ৩ আসনে। যার কান্ডারী সাবেক সংসদ সদস্য রহমত আলীর কন্যা রুমানা আলী টুসি।
গাজীপুর ১- আসনে পুনরায় মনোনয়ন পেয়েছেন
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক (এমপি),গাজীপুর ২ আসনে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
জাহিদ আহসান রাসেল (এমপি),গাজীপুর ৩-আসনে ইকবাল হোসেন সবুজ এর পরিবর্তে রুমানা আলী টুসি,গাজীপুর ৪ – আসনে তাজ উদ্দিনের কন্যা ও বর্তমান সংসদ সদস্য সিমিন হোসেন রিমি (এমপি) এবং গাজীপুর ৫- আসনে বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের সভাপতি মেহের আফরোজ চুমকিকে (এমপি) নৌকা প্রতীকে মনোনয়ন দেওয়া হয়েছে।
মনোনয়ন ঘোষণার পরেই গাজীপুরের বিভিন্ন এলাকায় নৌকা প্রার্থীদের কর্মী সমর্থকরা আনন্দ মিছিল মিষ্টি বিতরণ করেন। গাজীপুর ১- আসনে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক (এমপি) চতুর্থবারের মতো নৌকার মনোনয়ন পাওয়ায় কোনাবাড়ি থানা আওয়ামীলীগ ও সহযোগী অঙ্গ সংগঠনের উদ্যোগে তাৎক্ষণিক আনন্দ মিছিল বের করেন তার কর্মী সমর্থকরা ।
উল্লেখ্য নির্বাচন কমিশন ঘোষিত তফছিল অনুযায়ী নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ৩০ নভেম্বর। মনোনয়নপত্র যাচাই-বাছাই হবে ১ থেকে ৪ ডিসেম্বর, মনোনয়ন আপিল নিষ্পত্তি ৬- থেকে ১৫ ডিসেম্বর প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১৭ ডিসেম্বর। প্রতীক বরাদ্দ হবে ১৮ ডিসেম্বর এবং নির্বাচনী প্রচার প্রচারণা ১৮ ডিসেম্বর থেকে ৫ জানুয়ারি সকাল ৮ পর্যন্ত চলবে।
আপনার মতামত লিখুন :
Leave a Reply
এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর