গাজীপুরে বিমান বিক্রি করতে চায় ১৪ লাখ টাকা
বিমান বিক্রি করতে চায় ১৪ লাখ টাকা। সম্প্রতি বিমানটির খোঁজ মিলেছে গাজীপুর কালিয়াকৈর উপজেলায় মেদী আশুলিয়া গ্রামে । । ৪০ মণ ওজনের কৃষ্ণ বর্ণের গরুটি মালিক বিক্রি করতে চায় ১৪ লাখ টাকায়।
ফ্রিজিয়াম হোম জাতের বিশাল আকৃতি গরু (বিমান) দেখতে প্রতিদিন শতশত মানুষ ভীড় করছে। এলাকার লোকজন বলছে চাপাইর ইউনিয়নের মেদী আশুলাই গ্রামের জাকির খাঁনের বাড়ির গরু সুনাম ছড়িয়ে পড়েছে লোকজনের মুখেমুখে। ভিড় করছে। তারা বলছে এত বড় গরু এর আগে এই এলাকায় কখনোই দেখেনি।
বিমান নামের গরুটির মালিক জাকির খান। কয়েক বছর আগে ব্যাংক হতে লোন নিয়ে মায়ের নাম (রোকিয়া) দিয়ে একটি ডাইরি ফার্ম প্রতিষ্ঠা করেন। পরে ওই খামারে ৪টি গাভী ক্রয় করে পালন করতে থাকে। গতবছর উপজেলার দেওহাটা পশুর হাট থেকে একটি ফ্রিজিয়াম হোম জাত নামে(ষাড়)গরু ১লাখ ১২হাজার টাকা দিয়ে ক্রয় করেন । দু‘বছর পালনের পর গরুটির উচ্চতা হয়েছে ৬ ফুট ২ ইঞ্চি, লম্বায় ১৩ ফুট, বুকের পরিমান ১০ ফুট, মুখ চওড়া ২ ফুট ৩ ইঞ্চি, গলার বেড় ৫ ফুট, শিং ১০ ইঞ্চি লম্বা , লেজের দৈর্ঘ্য ৪ ফুট ৩ ইঞ্চি এবং ওজন প্রায় ১ হাজার ৭০০ শত কেজি অর্থাৎ ৪০ মণ। কোরবানির আগে আরও কয়েকমণ ওজন বাড়বে। খামারি জানান ওই ষাড়ের পিছনে প্রতিদিন খরচ হয় ১ হাজার থেকে ১৩০০ টাকা । গরুটি রক্ষণাবেক্ষণের জন্য সার্বক্ষণিক তিন জন সদস্য কাজ করেন।
গরুর মালিক জাকির খান বলেন, নামের যেরকম চমক আছে, ঠিক তেমনি চমক রয়েছে তার দৈহিক গঠনের। আমি অনেক যত্ন করে বড় করেছি গরুটি। সখ করে নাম রেখেছি বিমান। সম্পূর্ণ দেশীয় পদ্ধতিতে বিমানকে লালন পালন করা হয়েছে। তবে ১৩ থেকে ১৪ লাখ টাকা বিক্রি করতে পারলেই আমার স্বপ্নপূরণ হবে।
কালিয়াকৈর উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ( অতিরিক্ত) ড. রাশেদুজ্জামান মিয়া জানান, কালিয়াকৈর উপজেলায় ১ হাজার ৬ শত খামারী রয়েছে। তবে কোরবানি ঈদকে সামনে রেখে এবার উপজেলায় ২৪ হাজার ৯শত ৪৫টি গরু মোটাতাজা করন করা হয়েছে । দেশীয় খাবার দিয়েই বিমানকে লালন-পালন করা হয়েছে। উপজেলা প্রাণী সম্পদ সর্বক্ষণ তদারকি করা হচ্ছে।