সোমবার, ১৭ মার্চ ২০২৫, ১২:৩৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেশে দুর্নীতি বন্ধ করতে হলে কোরআনের আইন চালু করতে হবে- রফিকুল ইসলাম খান সিরাজগঞ্জে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সকল শহীদের স্মরণে কোরআন প্রতিযোগিতা ও ইফতার দোয়া মাহফিল বেসরকারি শিক্ষক কর্মচারীদের চাকরি জাতীয়করণের এক দফা দাবিতে কুড়িগ্রামে সংলাপ শিশু সুরক্ষা এবং শিশু অধিকার সচেতনতা বৃদ্ধির সংবেদনশীলতা সভা অনুষ্ঠিত সুন্দরগঞ্জের মজুমদারহাটে পিকআপ ভর্তি চাল জনতার হাতে আটক লালমনিরহাটে টিনের চালা কেটে দোকানে দুর্ধর্ষ চুরি! কাজিপুরে চাঁদা না দেয়ায় ব্যবসা প্রতিষ্ঠানে আগুন; পুড়ে ছাই ১৫ লক্ষ টাকার মালামাল অধ্যক্ষ কতৃক শিক্ষার্থীকে কুপ্রস্তাব বিচার চেয়ে জেলা প্রশাসক বরাবরে অভিযোগ লালমনিরহাটে দাদন ব্যবসায়ীর রাতভর নির্যাতন সকালে দিনমজুরের ঝুলন্ত মরদেহ উদ্ধার! ভালুকায় চাঁদাবাজির প্রতিবাদে মানববন্ধন ও মহাসড়ক অবরোধ

গাজীপুর থেকে পদ্মাসেতু ও কুয়াকাটা ভ্রমণে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় ৬ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, গাজীপুরঃ / ৩০০ বার পড়া হয়েছে।
সময় কাল : বৃহস্পতিবার, ২১ জুলাই, ২০২২

গাজীপুর সিটি করপোরেশনের ১১নং ওয়ার্ড জয়েরটেক, খাজা মার্কেট এলাকা থেকে পদ্মাসেতু ও কুয়াকাটা ভ্রমণের উদ্দেশ্যে যাওয়ার সময় সড়ক দুর্ঘটনায় ৭জনের মৃত্যু হয়েছে ও ৩জন গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি আছে।

বৃহস্পতিবার আনুমানিক দুপুর ১২টার দিকে বরিশালের উজিরপুরে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
এ ঘটনায় কমপক্ষে ৮ জন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতরা হলেন, গাজীপুর মহানগরীর কোনাবাড়ী জয়েরটেক খাজামার্কেট এলাকার উজিরুল ইসলামের ছেলে রুহুল আমিন (৪২), হাজী জব্বার এর ছেলে শহিদুল ইসলাম (৪৩), মোহাম্মদ রহা মিয়ার ছেলে নজরুল ইসলাম ঠান্ডু (৫৪), হাসেন মিয়ার ছেলে আব্দুর রহমান (৪৫), আব্দুর রহমানের ছেলে হারুন বাদশা (৪০), ও আহাকী নদীর পার এলাকার তমিজউদ্দিনের ছেলে হাসান সরকার (৩৬)। তবে ড্রাইভার আসর উদ্দিন ও মকসেদুল আলম, রফিকুল ইসলাম আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি আছেন।
দুর্ঘটনার সময় ওই গাড়িতে চালকসহ ১০ জন যাত্রী ছিলেন। স্থানীয় ও নিহতের পরিবার সূত্রে জানায়, বৃহস্পতিবার সকালে তারা পদ্মা সেতু ও কুয়াকাটা ভ্রমণের উদ্দেশ্যে বের হন। এসময় বরিশাল উজিরপুর এলাকায় পৌঁছালে মাইক্রো বাসটির চাকা পানচার হয়ে নিয়ন্ত্রণ হারায় পরে বরিশাল রোডের মোল্লা পরিবহন নামে একটি বাস এসে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে ৪ জন নিহত হন। বাকী ২ যাত্রীদের আহত অবস্থায় বরিশাল শেরে বাংলা হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
উজিরপুর থানা পুলিশের উপ-পরিদর্শক রবিউল ইসলাম জানান, নিহত ৬ জনের বাড়ি গাজীপুরে। তারা কুয়াকাটার দিকে যাচ্ছিলেন, এসময় মাইক্রোবাসটি চাকা পানচার হয়ে নিয়ন্ত্রণ হারালে বিপরীত দিক থেকে আসা মোল্লা পরিবহন ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে চারজন ও বাকিদের হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর