মঙ্গলবার, ০৪ মার্চ ২০২৫, ০৮:৫১ অপরাহ্ন
শিরোনামঃ
অনবদ্য আয়োজনের মধ্যে দিয়ে শেষ হলো ম্যানগ্রোভ হ্যাকাথনের ফাইনাল কাজিপুরে রমজানে বাজার স্থিতিশীল রাখতে ভ্রাম্যমাণ আদালত, ৬ জনের অর্থদন্ড  উল্লাপাড়ায় আওয়ামীলীগ নেতা আটক সুজানগরে ইউএনওর কক্ষে জামায়াত নেতাদের মারধর করলেন বিএনপির নেতারা যশোরের শার্শা মূল্য তালিকা না থাকায়’৪ দোকানদার কে জরিমানা ভাঙ্গুড়ায় মাসব্যাপী ইফতার আয়োজন গন অধিকার পরিষদের ভালুকায় পৈতৃক সম্পত্তি ভাগ বাটোয়ারার জের ধরে অন্তঃসত্ত্বা মহিলাকে মারধর  দূর্গা মন্দিরে প্রতিমা ভাঙচুর গাজীপুর নগরীতে গত ২৪ ঘন্টায় ডেবিল হান্ট অভিযানে গ্রেফতার-৫৮ ভাঙ্গুড়ায় ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটি বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন

গাজীপুর মহানগর আ.লীগের মোকসেদ আলমকে দল থেকে অব্যাহতি 

জাহিদ হাসান জিহাদ গাজীপুর থেকে. / ১৪৮ বার পড়া হয়েছে।
সময় কাল : বৃহস্পতিবার, ৬ অক্টোবর, ২০২২

গাজীপুর জেলা পরিষদ নির্বাচনে দলের মনোনীত প্রার্থীর বিরুদ্ধে প্রার্থী হয়ে নির্বাচন অংশ নেয়ায় মহানগর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক এসএম মোকসেদ আলমকে দলের সব ধরনের পদ থেকে অব্যাহতি দেয়া হয়েছে। বৃহস্পতিবার মহানগর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আজমত উল্যাহ খান সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।

জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী কৃষক লীগের সাবেক সভাপতি মোতাহার হোসেন মোল্লা। অ্যাডভোকেট আজমত উল্যাহ খান বলেন, মহানগর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক এসএম মোকসেদ আলম দলীয় নির্দেশনা অমান্য করে প্রার্থী হয়ে প্রচারণ চালিয়ে যাচ্ছেন। কেন্দ্রীয় আওয়ামী লীগের নির্দেশনা অনুযায়ী আমরা ইতোমধ্যে মহানগর আওয়ামী লীগ সিদ্ধান্ত গ্রহণ করেছি। যেহেতু তিনি দলের সিদ্ধান্ত অমান্য করেছেন। আওয়ামী লীগের গঠনতন্ত্রের ৪৭ ধারার এর ১১ উপধারার বিধান মতে তাকে দলের সকল পদ থেকে অব্যহতি দেয়া হয়েছে। ইতোমধ্যে মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আতাউল্লা মন্রডল স্বাক্ষরিত একটি চিঠি দলের সাধারণ সম্পাদকের নিকট প্রেরণ করা হয়েছে তাকে প্রাথমিক সদস্য পদ থেকে বহিস্কারের জন্য।

অপর দিকে মহানগর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক এসএম মোকসেদ আলম দলীয় নির্দেশনা অমান্য করে প্রচার প্রচারণ চালানোর অভিযোগ তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা আওয়ামীলীগ থেকে বহিষ্কারের চিঠির কপি তার বাসায় পৌঁছে দেয়া হয়েছে। তিনি আরো বলেন, গঠনতন্ত্রের ৪৭ ধারার এর উপধারা ১১ এ স্পষ্টভাবে বলা হয়েছে কেউ যদি জাতীয় এবং স্থানীয় নির্বাচনে দলের প্রার্থীর বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বীতা বা নির্বাচন করেন তবে অটমেটিক দল থেকে বহিস্কার হয়ে যাবেন।

উল্লেখ্য, আগামী ১৭ অক্টোবর অনুষ্ঠিতব্য গাজীপুর জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন- আওয়ামীলীগ মনোনীত প্রার্থী বাংলাদেশ কৃষক লীগের সাবেক সভাপতি ও কাপাসিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোতাহার হোসেন মোল্লা, মহানগর আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক এসএম মোকসেদ আলম ও বীর মুক্তিযোদ্ধা মোঃ সামসুল হক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

এক ক্লিকে বিভাগের খবর