বুধবার, ১৯ মার্চ ২০২৫, ০৭:১১ পূর্বাহ্ন

গোমস্তাপুরে সাগর টেলিকম এর উদ্যোগে মানবতার দেয়াল

কবির হাসান, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ / ১৯৬ বার পড়া হয়েছে।
সময় কাল : রবিবার, ৮ জানুয়ারি, ২০২৩

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুরে অসহায় দুস্থ মানুষের মধ্যে সাড়া ফেলেছে মানবতার দেয়াল। চলতি মৌসুমে হাড় কাঁপানো শীতে মানবতার দেয়ালের প্রতি ঝোঁক বেড়েছে হতদরিদ্র মানুষদের। এলাকায় গুরুত্বপূর্ণ সড়কের পাশে আর পাড়া মহল্লায় মানবতার দেয়ালের সংখ্যাও বাড়ছে।

ঠিক তেমনি সাগর টেলিকমের স্বত্বাধিকারী ও রহনপুর শিল্প বণিক সমিতি সিনিয়র সহ-সভাপতি এবং গোমস্তাপুর মডেল প্রেস ক্লাবের প্রধান উপদেষ্টা সমাজ সেবক শাহ আলম সাগরের প্রচেষ্টায় মানবতার দেয়ালে ঝুলছে অন্যের রেখে যাওয়া কাপড়। ঝুলিয়ে রাখা কারো অপ্রয়োজনীয় কাপড়ে স্বস্তি খুঁজে নিচ্ছেন সমাজের নিম্নবিত্তের মানুষেরা।

এদিকে ঝুলানো ব্যানারে লেখা রয়েছে- ‘আপনার অপ্রয়োজনীয় কাপড় এখানে রাখুন এবং আপনার প্রয়োজনীয় কাপড় এখান থেকে নিয়ে যান।

এদিকে বিবেকবান ও দানশীল মানুষকে আকৃষ্ট করছে এ মানবতার দেয়াল। অনেকেই স্বেচ্ছায় দেয়ালে তাদের ব্যবহৃত আবার কেউবা অব্যবহৃত কাপড় ঝুলিয়ে রাখছেন। হতদরিদ্র শীতার্তদের চোখে দেয়াল থেকে নেওয়া কাপড়ই যেন ছড়াচ্ছে মানবতার উষ্ণতা।

এই মানবতার দেয়াল থেকে নিজের প্রয়োজন অনুযায়ী কাপড় নিতে পেরে আনন্দিত আব্দুল বাসার। তিনি বলেন, গরিব মানুষের জন্য মানবতার দেয়াল খুব ভালো উদ্যোগ। এখান থেকে দুইটা প্যান্ট আর একটা সোয়েটার নিয়েছি।

এই দিকে শাহ আলম সাগর আমাদের জানান, সমাজের বিত্তবানদের দেওয়া শীতবস্ত্র অনেক শীতার্ত মানুষই পান না। আবার অনেকে লাইনে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থেকে শীতবস্ত্র নিতে অস্বস্তি বোধ করেন। কিন্তু মানবতার দেয়াল থেকে কাপড় নিতে কারো কোনো সমস্যা নেই। এমনকি যারা সহায়তার কাপড় ঝুলিয়ে রাখছেন, তারাও স্বস্তি বোধ করেন।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর