গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতায় জেলা চ্যাম্পিয়ন সিংড়ার ইটালী হাইস্কুল
৪৯তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা-২০২২ এ নাটোর জেলায় চ্যাম্পিয়ন হয়েছে সিংড়ার বিষ্ণুপুর ইটালী মডেল হাইস্কুলের ফুটবল দল। চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করায় কৃতি ফুটবলারদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা ১১টায় হাইস্কুল প্রাঙ্গণে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. শফিকুল ইসলাম, ইটালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আরিফুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আমিনুর রহমান, ইউনিয়ন আ’লীগের সভাপতি মতিউর রহমান রাজা, সাধারণ সম্পাদক বেলাল হোসেন খাঁন, অত্র প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সভাপতি আব্দুল আজিজ, প্রধান শিক্ষক মিজানুর রহমান রুবেল প্রমুখ।
উল্লেখ্য, আগামী ৪রা অক্টোবর রাজশাহী বিভাগীয় পর্যায়ে খেলায় অংশগ্রহণ করবে নাটোর জেলার চ্যাম্পিয়ন বিষ্ণুপুর ইটালী মডেল হাইস্কুল ফুটবল দল।