বুধবার, ১৯ মার্চ ২০২৫, ০৪:০২ অপরাহ্ন

চাঁপাইনবাবগঞ্জের ২ জন পলাতক আসামী গ্রেফতার

কবির হাসান, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ / ১২৯ বার পড়া হয়েছে।
সময় কাল : শুক্রবার, ৩০ ডিসেম্বর, ২০২২

চাঁপাইনবাবগঞ্জে চেক প্রতারণা মামলার দীর্ঘদিনের ২ জন পলাতক আসামীকে গ্রেফতার করেছে সদর মডেল থানা পুলিশ।(২৯ ডিসেম্বর) বৃহস্পতিবার ঢাকা এবং জামালপুর পৃথক অভিযান চালিয়ে ২ জনকে গ্রেফতার করতে সক্ষম হয় সদর মডেল থানা পুলিশ।

গ্রেপ্তারকৃত আসামীরা হলেন, শিবতলা এলাকার মৃত সাদিকুল ইসলামের ছেলে নাদিম আলী এবং হরিপুর চোহদিটোলা এলাকার আফতাব উদ্দিনের ছেলে আওয়াল।

সদর মডেল থানার এএসআই করিম বলেন, আওয়াল নামে চেক এর মামলায় আদালত তাকে ৯ মাস বিনাশ্রম কারাদণ্ড ও ৭ লক্ষ্য টাকা অর্থদণ্ড প্রদান করেন তারপর থেকে আওয়াল পলাতক ছিলেন এবং নাদিম নামে চেক এর মামলায় আদালত তাকে ৮ মাস বিনাশ্রম কারাদণ্ড ও ৮ লক্ষ্য টাকা অর্থদণ্ড প্রদান করেন তারপর থেকে নাদিম পলাতক ছিলেন,আওয়াল কে ঢাকা থেকে গ্রেফতার করা হয় এবং নাদিম কে জামালপুর থেকে গ্রেফতার করা হয়।

সদর মডেল থানার এএসআই নয়ন বলেন, গোয়েন্দা নজরদারীর ভিত্তিতে সদর মডেল থানার অফিসার ইনচার্জ এ কে এম আলমগীর জাহান দিকনির্দেশনায় সদর মডেল থানার এসআই আজিম এর নেতৃত্বে এএসআই করিম, এএসআই নয়ন, এএসআই সঞ্জয় বৃহস্পতিবার ঢাকা ও জামালপুর দুটি স্থানে অভিযান চালিয়ে ২ জন পলাতক আসামীকে গ্রেফতার করতে সক্ষম হয় সদর মডেল থানা পুলিশ।

আসামীদের গ্রেফতারের পর আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর