চাঁপাইনবাবগঞ্জে সীমান্তে পরিত্যক্ত অবস্থায় ফেন্সিডিল উদ্ধার
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে পরিত্যক্ত অবস্থায় ১৩৮ বোতল ফেন্সিডিল উদ্ধার করেছে বিজিবি।
রবিবার (২৪ জুলাই ) আনুমানিক রাত সারে ৪ টার দিকে গোপন তথ্যের ভিত্তিতে শিয়ালমারা বিওপির নায়েক আঃ বারিক এর নেতৃত্বে একটি বিশেষ টহল দল সোনামসজিদ বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১৮৫/৪-এস হতে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে দারাজবাড়ী এলাকায় অভিযান পরিচালনা করে মালিকবিহীন ১৩৮ বোতল ভারতীয় ফেন্সিডিল আটক করে। যার আনুমানিক মূল্য ৫৫ হাজার টাকা।
এ বিষয়ে ৫৯ বিজিবি রহনপুর ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ আমীর হোসেন মোল্লা, পিএসসি
প্রেসবিজ্ঞপ্তিতে জানান,আটককৃত ফেন্সিডিলের বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যাবস্থা গ্রহন করা প্রক্রিয়াধীন হয়েছে।