চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে উপ-নির্বাচনে ১ জনের মনোনয়নপত্র বাতিল

চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনে প্রার্থীর মনোনয়ন যাচাই-বাছাই শেষ, এতে ১ জন স্বতন্ত্র প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়েছে। স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ আলী সরকারের প্রস্তাবকারীর স্বাক্ষর জালিয়াতি করার কারণে মনোনয়নপত্র বাতিল করেছেন রিটার্নিং কর্মকর্তা।
রবিবার (৮ জানুয়ারী) চাঁপাইনবাবগঞ্জ জেলা নির্বাচন অফিসারের কার্যলয়ে মনোনয়নপত্র যাচাই-বাছাই করেন। এতে ৬ জন প্রার্থীর মনোনয়নপত্রের মধ্যে ১ জন স্বতন্ত্র প্রার্থীর প্রস্তাবকারীর স্বাক্ষর জালিয়াতি থাকার কারণে মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।তবে বাতিল প্রার্থী তিন কার্যদিবসের মধ্যে নির্বাচন কমিশন সচিবালয় ঢাকা বরাবর প্রার্থীতা ফিরে পেতে আপিল করতে পারবেন।
চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের উপ-নির্বাচন রিটার্নিং অফিসার ও আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা রাজশাহী অঞ্চল রাজশাহী মোঃ দেলোয়ার হোসেন জানান, চাঁপাইনবাবগঞ্জ-২ আসন উপ-নির্বাচনে মনোনয়ন যাচাই-বাছাই করা হয়েছে আজ (৮ জানুয়ারী) এতে মোট ৬ জন প্রার্থীর মধ্যে ৫ জন বৈধ প্রার্থী রইলেন।
যাচাই-বাছাইয়ের পর সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়ের ৮ ও ৯ জানুয়ারী । আর আপিল নিষ্পত্তি ১০ জানুয়ারী। তবে প্রার্থীতা প্রত্যাহার করা যাবে ১৫ জানুয়ারী । ১৬ জানুয়ারী প্রতীক বরাদ্দ। ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ১ ফেব্রুয়ারী ।