চাকরিজীবীদের প্রত্যয় স্কিমে অংশগ্রহণ বাধ্যতামূলক
আগামী ২০২৫ সালের ১ জুলাই বা তার পরে যারা চাকরিতে যোগদান করবেন, তাদের সর্বজনীন পেনশন স্কিমের ‘প্রত্যয় স্কিমে’ অংশ নেওয়া বাধ্যতামূলক করা হয়েছে। গতকাল রবিবার অর্থ মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। সেখানে বলা হয়, সর্বজনীন পেনশন ব্যবস্থাপনা আইন-২০২৩-এর আওতায়, ২০২৩ সালের ১৭ আগস্ট প্রধানমন্ত্রী সর্বজনীন পেনশন স্কিম উদ্বোধন করেন। সরকার সিদ্ধান্ত গ্রহণ করেছে, দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়সহ সব স্বশাসিত, স্বায়ত্তশাসিত, রাষ্ট্রায়ত্ত ও তার অঙ্গসংগঠনের প্রতিষ্ঠানগুলোর কর্মচারীরাও সরকারি কর্মচারীদের মতো, যারা নতুন কর্মচারী হিসেবে ২০২৫ সালের ২৫ জুলাই বা তৎপরবর্তী সময়ে চাকরিতে যোগদান করবেন, তারা বাধ্যতামূলকভাবে সর্বজনীন পেনশন স্কিমের আওতায় আসবেন।
বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-কর্মচারীরা বর্তমানে সর্বজনীন পেনশন স্কিম নিয়ে আন্দোলন করছেন। এর মধ্যে নতুন চাকরিতে যারা যোগদান করবেন তাদের পেনশন স্কিমে যোগদানের সময় ২০২৫ সালের ১ জুলাই নির্ধারণ করার পাশাপাশি ‘প্রত্যয় স্কিমে’ অংশ নেওয়া বাধ্যতামূলক ঘোষণা দেওয়া হলো।
জানা গেছে, সর্বজনীন পেনশন ব্যবস্থাকে আরও ব্যাপক আকার দেওয়ার উদ্যোগ নিয়েছে সরকার। এরই অংশ হিসেবে দেশের বয়স্ক জনগোষ্ঠীকে একটি টেকসই ও সুসংগঠিত সামাজিক নিরাপত্তা কাঠামোর আওতায় এনে তাদের বৃদ্ধকালীন সুরক্ষা নিশ্চিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ লক্ষ্যে জাতীয়ভাবে সর্বজনীন পেনশন পদ্ধতি বাস্তবায়নের লক্ষ্যে ‘সর্বজনীন পেনশন ব্যবস্থা শক্তিশালীকরণ’ শীর্ষক একটি প্রকল্প নিয়েছে সরকার। এতে ব্যয় ধরা হয়েছে ৩২৫ মিলিয়ন মার্কিন ডলার বা তিন হাজার ৮০২ কোটি ৫০ লাখ টাকা। এর মধ্যে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) দেবে ২৫০ মিলিয়ন মার্কিন ডলার, আর বাকি ৭৫ মিলিয়ন সরকারি কোষাগার থেকে দেওয়া হবে বলে অর্থ বিভাগ সূত্রে জানা গেছে।