চৌহালীতে গবাদিপশুর লাম্পি স্কিন ডিজিজ (এলএসডি) সম্পর্কে সচেতনতা মূলক সভা অনুষ্ঠিত
![](https://kolomerbatra.com/wp-content/uploads/2023/07/received_6683315401688637-700x369.jpeg)
“মশা মাছি নিধন করি, রোগ মুক্ত খামারগড়ি, এশ্লোগান নিয়ে -সিরাজগঞ্জের চৌহালী উপজেলায় গবাদিপশুর লাম্পি স্কিন ডিজিজ(এলএসডি) সম্পর্কে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৮ জুলাই) সকালে সাড়ে ১০ টার দিকে চৌহালী উপজেলার ভূতের মোড়ে এক গবাদি পশুর লাম্পি স্কিন ডিজিজ ( এলএসডি) সম্পর্কে সচেতনতা মূলক সভার প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন , প্রাণি সম্পদ অধিদপ্তর, রাজশাহী বিভাগের বিভাগীয় পরিচালক ড. মোঃ নজরুল ইসলাম ঝন্টু এসময়ে তিনি বলেন, লাম্পি স্কিন এটি একটি ভাইরাস জনিত চর্মরোগ যা শুধুমাত্র গরু ও মহিষকে আক্রান্ত করে এবং বাংলাদেশে এ রোগটি নতুনভাবে আর্বিভূত হয়েছে। সম্প্রতি দেশের বিভিন্ন জেলায় বিভিন্ন এলাকায় গরু ও মহিষ আক্রান্ত হচ্ছে। তবে এরোগে মানুষ আক্রান্ত হয় না। আক্রান্তের লক্ষণ মাছি ও মশা, আঠালির কামড়ে আক্রান্ত হয়ে থাকে। যা গরু ও মহিষের শরীরে গুটি গুটি ফোলা দেখা যায়। এ নিয়ন্ত্রণের জন্য মশা-মাছি মুক্ত রাখার জন্য খামার ও বসতবাড়ি আশেপাশে পরিস্কার রাখা স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। পুশু মশারি দিয়ে বা মশা মাছি নিধন করার ব্যবস্থা করে এবং চিকিৎসকের অব্যশই পরামর্শ নিয়ে চিকিৎসা করতে হবে। তাৎক্ষণিকভাবে নিকটস্থ উপজেলা প্রাণিসম্পদ দপ্তর অথবা ভেটেনারি সার্জন এর নিকট যোগাযোগ করবেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গাজিপুর প্রাণিসম্পদ অধিদপ্তরের ডিডিএ আই ডা: জাহাঙ্গীর আলম,।
এতে সভাপতিত্ব করেন, সিরাজগঞ্জ জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ গৌরাংগ কুমার তালুকদার। স্বাগত বক্তব্যে রাখেন, চৌহালী উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ভারপ্রাপ্ত ডাঃ রফিকুল ইসলাম এবং সঞ্চালনা করেন, উপজেলা প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডাঃ জান্নাতি খাতুন।
এসময়ে প্রায় ১৫০জন গবাদিপশু খামারীরা উপস্থিত ছিলেন ।