শুক্রবার, ১৭ জানুয়ারী ২০২৫, ০৩:৪৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
কোনবাড়ীতে ইয়াবাসহ আটক-১ আদম ব্যবসায়ীদের প্রতারণায় নিঃস্ব সোহেলের পরিবার, থানায় অভিযোগ আদম ব্যবসায়ীদের প্রতারণায় নিঃস্ব সোহেলের পরিবার, থানায় অভিযোগ টঙ্গীতে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার কোনাবাড়িতে ঝুট গোডাউনে আগুন,নিয়ন্ত্রণে ৪ ইউনিট কারামুক্ত হলেন ডেসটিনির চেয়ারম্যান মোহাম্মদ হোসেন আব্দুল আলীমের মরদেহ দীর্ঘ আড়াই বছর পর ময়নাতদন্তের জন্য উত্তোলন অতীতে ঘরে ঘরে চাকরি দেবার নাম করে হাহাকার দিয়ে গেছে রাজনৈতিক দলগুলো কেন্দ্রীয় জাকের পার্টির নেতা রবিউল ইসলাম রবি ভাঙ্গুড়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু বেনাপোলে বিজিবি-বিএসএফ সেক্টর কমান্ডার পর্যায়ে সীমান্ত সম্মেলন অনুষ্ঠিত

জনতা ব্যাংকের গ্রাহকদের টাকা আত্মসাৎকারী মূলহোতা পিয়ন রঞ্জু গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক : / ২০৫ বার পড়া হয়েছে।
সময় কাল : মঙ্গলবার, ১১ জুলাই, ২০২৩

নুপুর কুমার রায়,শাহজাদপুর(সিরাজগঞ্জ) প্রতিনিধি : সিরাজগঞ্জের শাহজাদপুর জনতা ব্যাংক শাখার গ্রাহকদের টাকা আত্মসাৎকারী মূলহোতা ব্যাংকের অস্থায়ী পিয়ন কাম পরিচ্ছন্নতাকর্মী আওলাদ হোসেন রঞ্জুকে গোপালগঞ্জ থেকে গ্রেফতার করেছে শাহজাদপুর থানা পুলিশ।

মঙ্গলবার(১১ জুলাই) এক সংবাদ সম্মেলনে সিরাজগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (শাহজাদপুর সার্কেল) মোঃ কামরুজ্জামান এ তথ্য জানান। সংবাদ সম্মেলনে জানান, জনতা ব্যাংক শাহজাদপুর শাখার ম্যানেজার এর অভিযোগের প্রেক্ষিতে পিয়ন রঞ্জুকে গ্রেফতারে অভিযান শুরু করি। পরে শাহজাদপুর থানা পুলিশের একটি দল এস.আই গোপাল চন্দ্র মন্ডলের নেতৃত্বে গোপালগঞ্জ জেলার পূর্ব মিয়াপাড়া গ্রামে অভিযান পরিচালনা করে গত সোমবার ব্যাংকের পিয়ন আওলাদ হোসেন রঞ্জুকে গ্রেফতার করা হয়। তিনি আরও জানান, গ্রেফতারকৃত রঞ্জু বিভিন্ন কারণে ঋণগ্রস্ত ছিল। সেই ঋণ পরিশোধের জন্যই দীর্ঘদিন ধরে সে ব্যাংকিং কার্যাবলীর অগোচরে ব্যাংকের সিল ও স্বাক্ষর জাল করে ভুয়া ভাউচার তৈরি করে গ্রাহকদের সাথে ব্যক্তিগত সুসম্পর্ককে কাজে লাগিয়ে প্রায় ২৫ জন গ্রাহকের প্রায় ৪৫ লক্ষ টাকা আত্নসাত করে। কোরবানীর ঈদের পর থেকে রঞ্জু ব্যাংকে অনুপস্থিত থাকার পর তার জায়াতির বিষয়টি জানাজানি হলে গ্রাহকরা ব্যাংকে এসে বিক্ষোভ করতে থাকে। এ ঘটনায় ম্যানেজার জেহাদুল ইসলাম বাদী হয়ে শাহজাদপুর থানার মামলা করেন। ব্যাংকের পিয়ন রঞ্জু তার পরিচিত লোকদের টার্গেট করতো এবং তাদের একাউন্ট খুলে দিও। গ্রাহকরা তাকে বিশ্বাস করে তার মাধ্যমে লেনদেন করত। কাউকে সরলতার সুযোগ নেই রঞ্জু সাথে জালিয়াতি করে টাকা টাকা তুলে নিতে বলে জানান তিনি।

গ্রেফতারকৃত আসামী আওলাদ হোসেন রঞ্জু প্রাথমিক জিজ্ঞাসাবাদে ব্যাংকের গ্রাহকদের টাকা আত্মসাৎ করার কথা স্বীকার করেছে বলেও সংবাদ সন্মেলন জানান অতিরিক্ত পুলিশ সুপার মোঃ কামরুজ্জামান। উল্লেখ্য, গতরবিবার (৯ জুলাই) সকালে ২০/২৫ জন গ্রাহক তাদের অ্যাকাউন্ট থেকে টাকা উত্তোলন করতে যান। এ সময় ব্যাংক কর্তৃপক্ষ তাদের অ্যাকাউন্টে কোনো টাকা নেই বলে জানায়। এতে ব্যাংক কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে তাদের বাগ্বিতণ্ডা শুরু হয়। এ খবর মুহূর্তে ছড়িয়ে পড়লে কয়েক’শ গ্রাহক ব্যাংকে এসে ভিড় জমায় ও খোয়া যাওয়া টাকা ফেরতের দাবি জানিয়ে ব্যাংক ঘেরাও করে। এ সময় গ্রাহকদের মাঝে চরম উত্তেজনা ছড়িয়ে পড়লে পরিস্থিতি বেগতিক দেখে ব্যাংক কর্তৃপক্ষ পুলিশে খবর দেয়। খবর পেয়ে শাহজাদপুর থানা পুলিশ এক ঘণ্টা চেষ্টা চালিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

এক ক্লিকে বিভাগের খবর