জামিন চাইতে পিস্তল নিয়ে আদালতে হাজির আসামি
পিস্তল নিয়ে এজলাসে আসামি , দ্রুত কক্ষত্যাগ বিচারকের।
জমিসংক্রান্ত মামলায় জামিন চাইতে এসে এজলাসে অস্ত্র নিয়ে ঢুকে পড়েন এক আসামি । এ সময় বিচারক দ্রুত কক্ষ ত্যাগ করেন ।
রোববার ( ৩ জুলাই ) রাতে গাজীপুর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট -৪ আদালতের পিপি মকবুল হোসেন সবুজ এ তথ্য নিশ্চিত করেছেন । এর আগে রোববার দুপুরে ওই আদালতে এ ঘটে এ ঘটনা ।
অভিযুক্ত আসামি গাজীপুরের জয়দেবপুর থানার পিরুজালি গ্রামের প্রয়াত আবদুল করিমের ছেলে মনসুর আহমেদ । জানা গেছে , গাজীপুরে একটি বন মামলার আসামি মনসুর লাইসেন্স করা পিস্তল লুকিয়ে জামিনের জন্য আদালতে হাজির হন । এ সময় বিচারক তার জামিনের আবেদন নামঞ্জুর করে জেলহাজতে পাঠানোর নির্দেশ দিলে পিস্তলটি সবার নজরে আসে । এ নিয়ে আদালতে হইচই শুরু হয় ।
মেট্রোপলিটন পুলিশের সদর থানার এসআই মোশারফ হোসেন জানান , আদালত থেকে অস্ত্র উদ্ধারের পর সেটি থানায় নিয়ে আসা হয়েছে । তবে মনসুরকে আদালত জেলহাজতে পাঠানোর আদেশ দেন । আদালতে অস্ত্র নিয়ে প্রবেশ করার ঘটনায় মনসুরের বিরুদ্ধে রোববার ( ৩ জুলাই ) রাতেই মামলা হয়েছে ।