বুধবার, ১৯ মার্চ ২০২৫, ০৭:২০ পূর্বাহ্ন

জুতার মালা গলায় দেওয়ার মামলা সঠিকভাবে তদন্তের দাবীতে সংবাদ সম্মেলন!

আশরাফুল হক, লালমনিরহাট: / ১৭৬ বার পড়া হয়েছে।
সময় কাল : রবিবার, ৮ জানুয়ারি, ২০২৩

লালমনিরহাটে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এক দিন মজুরকে জুতার মালা গলায় দেওয়ার মামলা সঠিক তদন্তের দাবীতে সংবাদ সম্মেলন করেছেন মামলার বাদী স্ত্রী শ্রীমতী মাধবী রানী। লালমনিরহাট পৌরসভার উত্তর সাপটানা (কোরবানটারী) গ্রামের শ্রীমতী মাধবী রানীর স্বামী শ্রী কমলা কান্ত রায় সাথে ছিলেন।

রোববার (৮ জানুয়ারি) সকাল ১১ টায় লালমনিরহাট থেকে প্রকাশিত “নতুন বাংলার সংবাদ” কার্যালয়ে এ
সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে জেলায় কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনে মামলার বাদী শ্রীমতী মাধবী রানী লিখিত বক্তব্যে বলেন, ২০১৭ সালের ৫ নভেম্বর তারিখে লালমনিরহাটের বানিয়ার দিঘী নামক স্থানে হিন্দু ধর্মিয় অনুষ্ঠানের কলহের জেরে ওই বছরের ১১ নভেম্বর একই এলাকার প্রভাবশালী মনোরঞ্জন রায়, সুমন মোহন্ত, আউলা চন্দ্র গংরা শ্রী কমলা কান্ত রায়কে ডেকে নিয়ে মন্দির প্রাঙ্গনে অনেক লোকজনের উপস্তিতিতে কমলা কান্তর গলায় জুতার মালা পড়িয়ে দেন এবং বেদম মারপিট করেন তাকে। ওই সময় স্বামিকে রক্ষায় ঘটনাস্থলে এগিয়ে গেলে মাধবীর পরনের কাপড় ছিঁড়ে শ্লীলতা হানীসহ বেদম মারপিট করেন।

এ ঘটনায় আদালতে ৮ জনের নামে মামলা দায়ের করায় থানা পুলিশ চার্জসিট প্রদানে টালবাহনা করেন। এমনকি একজন সাবেক মেয়র মোকদ্দমাটি মিমাংসা করার কথা বলে সাদা কাগজে স্বামী-স্ত্রীর সই নিয়ে মিমাংসা না করেও মিমাংসা দেখান।

এই মামলার তৎকালীন তদন্তকারী কর্মকর্তা সদর থানার এস আই নিহার রঞ্জন রায় সেই কাগজে মামলাটি মিমাংসা দেখিয়ে চুড়ান্ত প্রতিবেদন দিলে আদালত মামলা খারিজ করে দেন। পরর্বতীতে কমলা চন্দ্রের স্ত্রী মাধবী রাণী মামলটি পুনঃরায় চালুর জন্য বিজ্ঞ আদালতে নারাজি আবেদন করেন। আদালত বিষয়টি আমলে নিয়ে মামলাটি পুনরায় তদন্তের জন্য ওসি ডিবি, লালমনিরহাট-কে তদন্তের নির্দেশ দেন। সংবাদ সম্মেলনে উপস্থিত সাংবাদিকদের মাধ্যমে মামলাটি সঠিক ভাবে তদন্ত করে বিজ্ঞ আদালতে প্রতিবেদন দাখিলের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন তিনি।

এ বিষয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা লালমনিরহাট ডিবি পুলিশের এসআই ফেরদেীস জানান,মামলাটি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে। দ্রুত আদালতে প্রতিবেদন দাখিল করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর