ঝিকরগাছায় একই দিনে স্বামী-স্ত্রীর মৃত্যু
মনির হোসেন বেনাপোল প্রতিনিধি: –
মাঠের ও বাড়ির সব কাজ করতেন দুজনে মিলে ভাগাভাগি করে। প্রায় ৪০ বছরের সংসার জীবনে কোনোদিন মনোমালিন্যও হয়নি ঝিকরগাছা উপজেলার নিশ্চিন্তপুর গ্রামের বাদশা মিয়া ও রোমেছা বেগম দম্পত্তির।
বৃহস্পতিবার (২মে ২৪)একই দিনে ওই দম্পত্তির মৃত্যু হয়েছে। দিনের বেলায় স্বামীর মৃত্যুর পর রাতে স্ত্রীও মারা যান।
এদিন বেলা সাড়ে ১২টার দিকে মৃত্যুবরণ করেন বাদশা মিয়া (৬৫)। আছরের নামাজের পর জানাজা শেষে পারবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। সন্ধ্যার পরে স্ত্রী রোমেছা বেগম খুব অসুস্থ হয়ে পড়েন। রাত সাড়ে ৮টার দিকে তাকে অ্যাম্বুলেন্সে করে যশোর জেনারেল হাসপাতালে নেয়া হলে রাত সাড়ে ৯টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। গত শুক্রবার সকাল ১০টায় জানাজা শেষে রোমেছা বেগমকে পারবারিক কবরস্থানে স্বামী ও একমাত্র সন্তানের পাশে সমাহিত করা হয়েছে।
২০১৭ সালে বাদশা মিয়া ও রোমেছা বেগমের একমাত্র ছেলে আল-আমিন মালেশিয়ায় সন্ত্রাসী হামলায় নিহত হয়েছিলেন। তারপর সেই পুত্র শোকে মর্মাহত ছিলেন ওই দম্পত্তি।