টঙ্গীতে ফুটপাতে দোকান বসাকে কেন্দ্র করে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ভাংচুর
গাজীপুরের টঙ্গীতে ফুটপাতে দোকান বসতে না দেয়ার জেরে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালিয়ে ভাংচুর ও লুটের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় আহত হয়েছেন দুই পরিবহন ব্যবসায়ী। শনিবার দুপুরে টঙ্গীর মিলগেইট এলাকায় এ ঘটনা ঘটে। রোববার ৯জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৮/১০ জনের বিরুদ্ধে মামলা করেন ভুক্তভোগী ব্যবসায়ী আব্দুল গাফফার সবুজ।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত শনিবার দুপুরে মিলগেইট এলাকার বারেক মেনশন মার্কেটের সামনের ফুটপাত দখল করে দোকান বসানোর চেষ্টা করে অভিযুক্ত আব্দুল হান্নান। এতে বাধা দেন পরিবহন ব্যবসায়ী আব্দুল গাফফারের বড় ভাই আব্দুল আজিজ সুজন। এ নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। পরে বিষয়টি হান্নান তার ছেলে ওয়ার্ড ছাত্রলীগের সহ-সভাপতি মাসুদ রানাকে জানালে মাসুদ দেশিয় অস্ত্রসহ ২০-২৫জন যুবক ও কিশোরকে নিয়ে বারেক মেনশনের দ্বিতীয় তলায় পরিবহন ব্যবসায়ী আব্দুল গাফফার সবুজের এবি ট্রান্সপোর্ট অফিসে হামলা চালিয়ে আসবাবপত্র ভাংচুর ও ক্যাশ ভেঙে ৮০ হাজার টাকা লুটে নেয়। এসময় ভুক্তভোগী ব্যবসায়ী সবুজ পাশের অন্য অফিসে গিয়ে আশ্রয় নিলে সেখানে গিয়ে তাকে এলোপাতাড়ি পিটিয়ে আহত করে অভিযুক্তরা। এক পর্যায়ে অভিযুক্তরা মার্কেটের নিচতলায় সবুজের বড় ভাই সুজনের দোকান ও মোটরসাইকেল ভাংচুর করে। এসময় স্থানীয়রা এগিয়ে এলে অভিযুক্তরা পালিয়ে যায়। পরে আহত সবুজ ও সুজনকে উদ্ধার করে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাষ্টার জেনারেল হাসপাতালে চিকিৎসা দেয়া হয়।
মামলায় এজাহারভুক্ত আসামিরা হলেন- ৫৫নং ওয়ার্ড ছাত্রলীগের সহ সভাপতি মাসুদ রানা (২৭), তার ভাই মহিউদ্দিন (২৪), তাদের পিতা আব্দুল হান্নান (৬০), ওয়ার্ড ছাত্রলীগের সহ সাংগঠনিক সম্পাদক সম্রাট (২৮), শামিম (২৬), রনি (২২), রাজন (১৮), রাজু (২৬) ও জুুয়েল (২৭)।
ভুক্তভুগী সবুজ বলেন, মিলগেইট এলাকায় আমার পরিবহন ব্যবসার একটি কার্যালয় আছে। কার্যালয়টির সামনের ফুটপাত দখল কওে ছাত্রলীগ নেতা মাসুদ রানা ও তার বাবা দোকান বসাতে চাইলে আমার বড় ভাই বাধা দেয়। এতে ক্ষিপ্ত হয়ে মাসুদ রানাসহ ২০-২৫ জন সন্ত্রাসী আমাকে মারধর করে এবং ব্যবসা প্রতিষ্ঠানে ভাংচুর চালায়। এ ঘটনায় রোববার আমি বাদি হয়ে মামলা করেছি।
এ ব্যাপারে অভিযুক্ত ৫৫নং ওয়ার্ড ছাত্রলীগের সহ-সভাপতি মাসুদ রানার মুঠোফোন যোগাযোগের চেষ্টা করা হলে ফোনটি বন্ধ পাওয়া যায়।
টঙ্গী পূর্ব থানার পরিদর্শক (তদন্ত) মনিরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালিয়ে ভাংচুরের ঘটনায় থানায় মামলা হয়েছে। আসামিদের গ্রেপ্তারে পুলিশের একাধিক দল কাজ করছে।