বুধবার, ১৯ মার্চ ২০২৫, ০২:৪৬ পূর্বাহ্ন

টানা পরপর দুইবার শ্রেষ্ঠ প্রতিবেদক হিসেবে নির্বাচিত হলেন সিরাজগঞ্জের সাধন কুমার দাস

নিজস্ব প্রতিবেদকঃ / ১৩৭ বার পড়া হয়েছে।
সময় কাল : মঙ্গলবার, ২৭ ডিসেম্বর, ২০২২

বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন আনন্দ টিভির প্রতিবছরের প্রতিনিধি সম্মেলনে এবার ও সাম্প্রতিক ঘটনাপ্রবাহ ক্যাটাগরিতে “শ্রেষ্ঠ প্রতিবেদক ” নির্বাচিত হয়েছেন সিরাজগঞ্জ প্রতিনিধি সাধন কুমার দাস।

বুধবার (২১ ডিসেম্বর)রাতে কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্র অডিটরিয়ামে এই সম্মাননার পুরস্কার প্রতিবেদকের হাতে তুলে দেন আনন্দ টিভির ব্যবস্থাপনা পরিচালক হাসান তৌফিক আব্বাস।

এ সময় আরও উপস্তিত ছিলেন এইচ আর এডমিন ও এজিএম জনাব সাইফুল ইসলাম স্যার, বার্তা বিভাগের ন্যাশনাল ডেস্ক ইনচার্জ এবং নিউজ প্রেজেন্টার প্রিয় মোস্তফা কামাল তোহা , এমডি স্যারের একান্ত সচিব জনাব জাহিদ হাসান, সহ সারাদেশ থেকে আগত আনন্দ টিভির কর্মরত সাংবাদিকবৃন্দ।

এর আগে গতবছর ২০২১ এ অনুসন্ধানী প্রতিবেদকের ক্যাটাগরিতে শ্রেষ্ঠ প্রতিবেদক আর এ বছর ২০২২ সাম্প্রতিক ঘটনা প্রবাহ ক্যাটাগরিতে শ্রেষ্ঠ প্রতিবেদক হিসেবে নির্বাচিত হন।

টানা পরপর দুইবার শ্রেষ্ঠ প্রতিবেদক হিসেবে নিবাচিত হলেন সিরাজগঞ্জের সাধন কুমার দাস।

এ উপলক্ষে আনন্দ টিভি থেকে কক্সবাজারে আনন্দ উৎসবের আয়োজন করা হয়েছে। সারা বাংলাদেশ দেশ থেকে আনন্দ টেলিভিশনে কর্মরত সাংবাদিকদের মধ্য থেকে ২০ জন সাংবাদিককে বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার প্রদান করা হয়।
এই অর্জন প্রসঙ্গে সাধন কুমার দাস বলেন, যে কোন অর্জনই আনন্দের। এই শ্রেষ্ঠ প্রতিবেদকের পুরস্কারটি সাংবাদিকতায় আমার অবদানের একটি বড় স্বীকৃতি। আমাকে শ্রেষ্ঠ প্রতিবেদকের পুরস্কার দেওয়ার জন্য আনন্দ টিভি কর্তৃপক্ষকে অসংখ্য ধন্যবাদ। আনন্দ টিভিতে কর্মরত সকল কলাকুশলী, সহ সিরাজগঞ্জের সকল গণমাধ্যম কর্মী ও সিরাজগঞ্জ বাঁশের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর