ঠাকুরগাঁওয়ে ২০ জনকে উন্নত চিকিৎসার জন্য অর্থ প্রদান
মো: আসাদুজ্জামান ঠাকুরগাঁও সংবাদদাতা: রাণীশংকৈল উপজেলায় কঠিন ও জটিল রোগে আক্রান্ত ২০ জন মানুষের মাঝে ১০ লক্ষ টাকা প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ চত্বরে প্রধান অতিথি হিসেবে এসব বিতরণ করেন ঠাকুরগাঁও ২ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মাজহারুল ইসলাম সুজন।
রাণীশংকৈল উপজেলা সমাজসেবা অধিদপ্তর কর্তৃক মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে এসব বিতরণ করা হয়।
এসময় রানীশংকৈল উপজেলা নির্বাহী কর্মকর্তা রাকিবুল হাসান, উপজেলা চেয়ারম্যান শাহরিয়ার আযম মুন্না , ভাইস-চেয়ারম্যান সোহেল রানা, শেফালী বেগম ধর্মগড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম সহ দলীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।