তাড়াশে জনসচেতনতামূলক প্রশিক্ষন কর্মশালা অনুষ্ঠিত

সিরাজগঞ্জের তাড়াশে জনসচেতনতামূলক প্রশিক্ষন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে উপজেলা হলরুম রুমে দিন ব্যাপি এ প্রশিক্ষন কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ মোঃ মনিরুজ্জামান মনি।
এ সময় তাড়াশ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মেজবাউল করিমের সভাপতিত্বে অনান্যদের মাঝে উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ জেলা যুব উন্নয়ন কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ আজহারুল ইসলাম, তাড়াশ উপজেলা যুব উন্নয়ন অফিসার মোঃ ইসমাইল হোসেন সহ উপজেলায় কর্মরত বিভিন্ন শ্রেনীর কর্মকর্তা ও কর্মচারী বৃন্দ। প্রশিক্ষন কর্মশালায় বেকার যুব নারী ও পুরুষগণ অংশ নিয়ে প্রশিক্ষন গ্রহন করেন।