তাড়াশে বিভিন্ন আয়োজনে বড় দিন পালিত

সিরাজগঞ্জের তাড়াশে নানা আয়োজনে বড় দিন পালিত হয়েছে। বড়দিন উপলক্ষ্যে খ্রিষ্টান পল্লী গুল্টা আবে মাড়িয়া মিশনে।
রবিবার (২৫ ডিসেম্বর) সকালে গুল্টা মিশনে দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ প্রার্থনা পরিচালনা করেন গুল্টা মিশনের ইনচার্জ ফাদার্স কার্লো বুদর্জী ও ফাদার্স আন্তনী হাঁসদা ।
এ ছাড়া কীর্ত্তন, প্রার্থনা, আদিবাসী নিত্য সহ নানা আয়োজন সম্পন্ন করা হয়েছে। সেখানে তাড়াশ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. মেজবাউল করিম ও তাড়াশ থানার ওসি মো. শহিদুল ইসলাম,তালম ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ আব্বাস উজ জ্জামান, সভাপতি বাংলাদেশ খ্রিস্টান এসোসিয়েশনের সভাপতি মি. নিখিল খাঁ খাঁ, জেমস বিপ্লব এক্কা সহ বিভিন্ন গন্যমান্য ব্যক্তিবর্গর উপস্থিতিতে কেক কেটে জন্মদিন পালন করা হয়।