তিস্তায় অবৈধ বালু উত্তোলন, ভ্রাম্যমানে দেড় লাখ টাকা জরিমানা

লালমনিরহাটের তিস্তা নদী থেকে ড্রেজার বসিয়ে অবৈধ ভাবে বালু উত্তোলন ও বিক্রির দায়ে দেড় লাখ টাকা জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমান আদালত।
সোমবার (৩০ জানুয়ারি) বিকালে আদিতমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) জি আর সারোয়ার তিস্তার বাম তীরে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে এসব জরিমানা করেন।
জানা গেছে, তিস্তা নদী ভাঙ্গন রোধে প্রায় ৪৯ কোটি টাকা ব্যায়ে উপজেলার মহিষখোচা ইউনিয়নের সলেডি স্প্যার ২ এবং চৌরাহা এলাকায় একটি প্রকল্প গ্রহন করে পানি উন্নয়ন বোর্ড। সেই প্রকল্পের কাজের নাম করে ঠিকাদারী প্রতিষ্ঠান, স্থানীয় প্রভাবশালী নেতা ও তার লোকজন তিস্তা নদী খননের নামে ড্রেজার মেশিন বসিয়ে বালু উত্তোলনের মহোৎসবে মেতে উঠেছে। প্রকল্পের নাম করে খনন করা এসব বালু দেদারছে বিক্রি করছে বালু খেকো চক্রটি।
বালু উত্তোলন ও বিক্রির এমন একটি গোপন সংবাদের ভিত্তিতে তিস্তা নদীর বাম তীরের সলেডি স্প্যার বাঁধ ২ এবং চৌরাহা এলাকায় অভিযান চালিয়ে দুইটি ড্রেজার মেশিন মালিকের ৫০ হাজার টাকা এবং এসব বালু পরিবহন করায় এক ট্রলির মালিকের এক লাখ টাকা জরিমানা করেন ভ্রাম্যমান আদালত। এ সময় বাকী সকল মেশিন মালিক সাময়িক সময়ের জন্য ছটকে পড়েন। তবে ভ্রাম্যমান আদালত ঘটনাস্থল ত্যাগ করার পর পরেই পুনরায় চালু হয়েছে বালু উত্তোলনের মহোৎসব।
আদিতমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) জি আর সারোয়ার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আবারও বালু উত্তোলনের খবর পেলে পুনরায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হবে।