তিস্তা বাঁচাও ভাঙ্গন ঠেকাও শীর্ষক তিস্তা কনভেনশন অনুষ্ঠিত
“তিস্তা বাঁচাও – ভাঙ্গন ঠেকাও” এই শ্লোগানে তিস্তা মহা পরিকল্পনা দ্রুত বাস্তবানসহ ৬দফা দাবীতে শনিবার দুপুরে লালমনিরহাট সদর উপজেলার তিস্তা ডিগ্রি কলেজ মাঠে ‘তিস্তা কনভেনশন’ অনুষ্ঠিত হয়েছে।
তিস্তা বাঁচাও নদী বাঁচাও সংগ্রাম পরিষদের আয়োজনে অনুষ্ঠিত এ কনভেনশনে সভাপতিত্ব করেন সংগ্রাম পরিষদের সভাপতি নজরুল ইসলাম হাক্কানী।
কনভেনশনে বক্তব্য দেন, সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক শফিয়ার রহমান।
এতে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, তিস্তা বাঁচাও নদী বাঁচাও সংগ্রাম পরিষদের লালমনিরহাট সভাপতি বীরমুক্তিযোদ্ধা গেড়িলা লিডার ড. এস এম শফিকুল ইসলাম কানুসহ রাজনীতিবিদ, শিক্ষক, সাংবাদিকসহ সুশীল সমাজের নাগরিকগণ। এসময় বক্তারা তিস্তা নদী ও তিস্তার মানুষ বাঁচাতে প্রধানমনন্ত্রী ঘোষিত তিস্তা মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়নের দাবী জানান। তিস্তা কনভেনশনে তিস্তা চুক্তি সম্পন্ন, নৌ চলাচল পূনরায় চালু, তিস্তা নদী দখলমুক্ত, তিস্তা ভাঙ্গন রোধ, কৃষক সমবায় ও কৃষিভিত্তিক শিল্প কলকারখানা গড়ে তোলা সহ ৬দফা বাস্তবায়নের দাবী জানানো হয়। কনভেনশনে লালমনিরহাট, কুড়িগ্রাম, গাইবান্ধা, রংপুর,নিলফামারী থেকে তিস্তা মহাপরিকল্পনার দাবীতে লোকজন শোভাযাত্রাসহ ওই কনভেনশনে যেগ দেন।