ধারের টাকা আদায়ে সাবেক স্ত্রী ও শ্বশুরের নামে মামলা
মনির হোসেন বেনাপোল প্রতিনিধি:- যশোরে ধারের টাকা পরিশোধ না করায় সাবেক স্ত্রী ও তার বর্তমান ব্যাংকার স্বামী ও শ্বশুরের নামে আদালতে মামলা হয়েছে।
বৃহস্পতিবার (২মে২৪) বেনাপোল পৌর সভার ৪নংওয়ার্ডের কাগজপুকুর গ্রামের হুমায়ুন কবীর এই মামলাটি করেন। বিচারক সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট গোলাম কিবরিয়া তদন্ত পূর্বক প্রতিবেদন দাখিলের জন্য কোতোয়ালি থানার ওসিকে নির্দেশ দিয়েছেন।
আসামিরা হলেন, যশোর শহরের খালধার রোড এলাকার সোহরাব হোসেন, তার মেয়ে নিগার সুলতানা এবং নিগার সুলতানার বর্তমান স্বামী মাহবুবুর রহমান।
মামলায় উল্লেখ করা হয়েছে, ২০২২ সালের ২০ এপ্রিল হুমায়ুন ৫ লাখ টাকা দেনমোহর ধার্যে নিগার সুলতানাকে বিয়ে করেন। বিয়ের কিছুদিন পর শ্বশুর সোহরাব হোসেন তার কাছ থেকে ব্যক্তিগত প্রয়োজনে ১০ লাখ টাকা ধার নেন। কিছুদিন পর ৩ লাখ টাকা পরিশোধ করেন। একই বছরের ১০ অক্টোবর হুমায়ুন ও নিগার সুলতানার মধ্যে বিচ্ছেদ হয়। এরপর নিগার সুলতানা বর্তমান ব্যাংকার স্বামী মাহবুবুর রহমানের সাথে বিয়ে করেন। কিন্তু ধার নেয়া টাকা পরিশোধ করেননি। সাবেক শ্বশুরের কাছে টাকা চায়লে হুমায়ুনকে ঘোরাতে থাকেন। গত ২৮ এপ্রিল২৪ বিকেল ৫টার দিকে স্থানীয় গণ্যমান্যদের মধ্যস্থতায় ধার করা ৭ লাখ টাকা চাওয়া হয়। তখন ওই টাকা দিতে অস্বীকার করে।#