রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫, ১২:২৯ পূর্বাহ্ন

ধ্বংসাত্মক কাজ করলে ছাড় নয়

রিপোর্টারের নাম : / ৫০ বার পড়া হয়েছে।
সময় কাল : বুধবার, ১৭ জুলাই, ২০২৪

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, চাকরিতে কোটা নিয়ে আন্দোলন করা হচ্ছে, তা নিয়ে বলার কিছু নেই। কিন্তু কারও পরামর্শে-নেতৃত্বে ধ্বংসাত্মক কাজ করলে কাউকে ছাড় দেওয়া হবে না। আদালতের প্রক্রিয়াধীন কোটা ব্যবস্থা নিয়ে অপরিপক্ব¡ কিছু শিক্ষার্থী আন্দোলনে নেমে ‘ভুল করেছে’ বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী।

গতকাল সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, ধ্বংসাত্মক কিছু করলে, জনদুর্ভোগ সৃষ্টি করলে, রক্ত ঝরালে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের কাজটি করবে। তিনি বলেন, রাস্তা অবরোধ করে দাবি আদায় সঠিক পন্থা নয়। এ বিষয়ে (কোটা) আদালতে গিয়ে বক্তব্য দেওয়ার আহ্বান জানান তিনি। আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে ছাত্রলীগের সংঘর্ষ প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ছাত্রলীগ, ছাত্রদল, ছাত্র ইউনিয়ন- এ ধরনের শব্দ বলতে চাই না। আমি মনে করি- ছাত্ররা এসব করছে। একদল পক্ষে রয়েছে, আরেক দল বিপক্ষে রয়েছে। আমাদের পুলিশ বাহিনী কোথাও প্রবেশ করছে না।

মন্ত্রী বলেন, দেশের অনগ্রসর গোষ্ঠীকে এগিয়ে নেওয়ার জন্য কোটা ব্যবস্থা চালু ছিল। ২০১৮ সালে প্রধানমন্ত্রী তা স্থগিত করে দিয়েছিলেন। তারপর কয়েকজন সংক্ষুব্ধ হয়ে আদালতে রিভিউ চেয়েছিলেন। আদালত থেকে রিভিউ দেওয়া হয়েছে। সেটা নিয়েই বিপত্তি। আমাদের ছাত্ররা প্রতিবাদ জানিয়েছে। তারা আবারও কোটা বিলুপ্তি চেয়েছে। ইতোমধ্যে প্রধান বিচারপতি সুপ্রিম কোর্ট থেকে একটি নির্দেশনা দিয়েছেন এবং হাই কোর্ট বিভাগের নির্দেশনা স্থগিত করেছেন। ৭ আগস্টের মধ্যে নিষ্পত্তি করার কথা বলেছেন। সারা দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি ভেঙে পড়েছে কি না জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ভেঙে পড়ার সঙ্গে আমি একমত নই।

আইনশৃঙ্খলা সঠিকভাবেই আছে। আন্দোলনকারীদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা হবে কি না আর সোমবারের সংঘর্ষের ঘটনায় প্রশাসনিক দুর্বলতা ছিল কি না জানতে চাইলে মন্ত্রী বলেন, আমাদের দলের সাধারণ সম্পাদক বলেছেন, ঘোলাপানিতে অনেকেই মাছ শিকারে পারদর্শী। জামায়াত ও বিএনপি বাইরে থেকে ইন্ধন দিতে পারে। আমরা এখন পর্যন্ত ধৈর্যসহকারে দেখছি। শিক্ষার্থীদের প্রতি ইঙ্গিত করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন- আমরা মনে করি তারা আমাদের ভবিষ্যৎ। তারা সঠিক পথে অবশ্যই যাবে। শিক্ষার্থীরা নতুন করে প্রধানমন্ত্রীর বক্তব্য প্রত্যাহারের দাবি জানানোর বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এগুলো শেখানো বক্তব্য। এগুলো ছাত্রদের বক্তব্য নয়। এ দেশের মানুষ প্রধানমন্ত্রীকে হৃদয় দিয়ে ভালোবাসেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

এক ক্লিকে বিভাগের খবর