বুধবার, ০৫ মার্চ ২০২৫, ১০:০৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
অনবদ্য আয়োজনের মধ্যে দিয়ে শেষ হলো ম্যানগ্রোভ হ্যাকাথনের ফাইনাল কাজিপুরে রমজানে বাজার স্থিতিশীল রাখতে ভ্রাম্যমাণ আদালত, ৬ জনের অর্থদন্ড  উল্লাপাড়ায় আওয়ামীলীগ নেতা আটক সুজানগরে ইউএনওর কক্ষে জামায়াত নেতাদের মারধর করলেন বিএনপির নেতারা যশোরের শার্শা মূল্য তালিকা না থাকায়’৪ দোকানদার কে জরিমানা ভাঙ্গুড়ায় মাসব্যাপী ইফতার আয়োজন গন অধিকার পরিষদের ভালুকায় পৈতৃক সম্পত্তি ভাগ বাটোয়ারার জের ধরে অন্তঃসত্ত্বা মহিলাকে মারধর  দূর্গা মন্দিরে প্রতিমা ভাঙচুর গাজীপুর নগরীতে গত ২৪ ঘন্টায় ডেবিল হান্ট অভিযানে গ্রেফতার-৫৮ ভাঙ্গুড়ায় ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটি বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন

নগর পরিবহন বৃহস্পতিবার থেকে আরও দুই রুটে

রিপোর্টারের নাম : / ১২৫ বার পড়া হয়েছে।
সময় কাল : বৃহস্পতিবার, ১৩ অক্টোবর, ২০২২

বাস রুট রেশনালাইজেশনে (পুনর্বিন্যাস) আরও দুটি পথে চালু হচ্ছে নগর পরিবহনের বাস। কেরানীগঞ্জের ঘাটারচর থেকে ডেমরা স্টাফ কোয়ার্টার (রুট ২২) এবং ঘাটারচর থেকে কদমতলীর (রুট ২৬) পথে নগর পরিবহনের ১০০ বাস চলবে বৃহস্পতিবার থেকে।

গত বছরের ২৬ ডিসেম্বর ঘাটারচর থেকে কাঁচপুর রুটে ৫০টি সবুজ রঙের বাস দিয়ে ঢাকা নগর পরিবহন চালু হয়। ৩০টি বাস দেয় বিআরটিসি। বাকিগুলো বেসরকারি প্রতিষ্ঠান ট্রান্সসিলভার। বৃহস্পতিবার চালু হতে যাওয়া ১০০টি বাসের ৫০টি দেবে বিআরটিসি। বাকিগুলো বেসরকারি প্রতিষ্ঠানের।

২১ থেকে ২৮- এই আট রুটে ‘গ্রিন কাস্টারে’ সবুজ রঙের বাস চলবে। দুই দফা তারিখ ঘোষণা করে অবশেষে দুটি রুটে বাস চালু হতে যাচ্ছে। বৃহস্পতিবার বছিলার যাত্রী ছাউনি এলাকা থেকে আনুষ্ঠানিকভাবে এসব বাসের চলাচল উদ্বোধন করবেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বাস রুট রেশনালাইজেশন কমিটির আহ্বায়ক ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস, যুগ্ম আহ্বায়ক উত্তরের মেয়র আতিকুল ইসলামও থাকবেন উদ্বোধন অনুষ্ঠানে।

বাসের রুট পুনর্বিন্যাসের পরিকল্পনা ২০০৪ সালের। ২০১৫ সালে শুরু হয় বাস্তবায়ন। বাস রুট রেশনালাইজেশন (বিআরআর) পদ্ধতিতে একটি রুটের সব বাস একই রঙে একই কোম্পানির অধীনে চলে। বাস ফ্র্যাঞ্চাইজি নামের এই পদ্ধতিতে যাত্রী পেতে প্রতিযোগিতা হয় না। এক বাস আরেক বাসকে ওভারটেক করে না। মালিকরা বিনিয়োগের অনুপাতে মুনাফা পান।

ঢাকা ও আশপাশের এলাকায় ২৯১ রুটে ১২০টি কোম্পানির বাস চলে। মাকড়সার জালের মতো ছড়িয়ে থাকা রুট এবং যাত্রী পেতে বাসে বাসে প্রতিযোগিতাকে গণপরিবহনে বিশৃঙ্খলার কারণ বলছেন বিশেষজ্ঞরা। রুট সংখ্যা কমিয়ে ৪২টি করার সিদ্ধান্ত নিয়েছে কমিটি। ১ থেকে ৩৪ নম্বর রুট হবে রাজধানীর অভ্যন্তরে। বাকি সাতটি রুট হবে রাজধানী থেকে পার্শ্ববর্তী জেলা পর্যন্ত। ৪২ নম্বর রুট হবে হাতিরঝিলের চক্রাকার পথ। আটটি ক্লাস্টারে ভিন্ন রঙের বাস থাকবে এসব রুটে। পরিকল্পনা অনুযায়ী, পুরোনো ভাঙাচোরা বাস তুলে দিয়ে এসব রুটে নতুন চার হাজার বাস নামানো হবে। ২০২৪ সালের মধ্যে এই পরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্য নির্ধারণ হয়েছে। তবে ১০ মাসে মাত্র তিনটি রুট চালু হয়েছে।

গণপরিবহন বিশেষজ্ঞ বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. সামছুল হক বলেছেন, রুট পুনর্বিন্যাস ছাড়া গণপরিবহনে শৃঙ্খলা প্রতিষ্ঠা অসম্ভব। ওভারেটেকিং ও যাত্রী পেতে প্রতিযোগিতা না থাকায় হাতিরঝিলে বাসগুলো সুশৃঙ্খলভাবে চলার নজির রয়েছে। কিন্তু যেভাবে খণ্ডিত বিআরআর চালু করা হচ্ছে- তাতে অনেক প্রশ্নের জবাব নেই।

ওভারলেপিং বা পুনর্বিন্যাস করা রুটে আগে থেকে যেসব বাস চলছে, সেগুলো বন্ধের পরিকল্পনা বাস্তবায়ন করা হয়নি। ফলে নগর পরিবহনের সঙ্গে প্রতিযোগিতা চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

এক ক্লিকে বিভাগের খবর