নাগেশ্বরীতে শিশু সুরক্ষা ও সহিংসতা প্রতিরোধ ৩ দিনব্যাপী প্রশিক্ষণের সমাপ্তি
শিশু সুরক্ষা ও সহিংসতা প্রতিরোধ এবং বাল্যবিবাহ মোকাবেলার জন্য বিশেষ ভাবে তৈরি সামাজিক যোগাযোগ কৌশল সম্পর্কে ধর্মীয় নেতাদের ৩ দিনব্যাপী প্রশিক্ষণ সমাপ্তি হয়েছে।
১১ ফেব্রুয়ারি (মঙ্গলবার) নাগেশ্বরী উপজেলা আরডিআরএস বাংলাদেশ ট্রেনিং সেন্টারে ইউনিসেফ এর অর্থায়নে এসবিসি প্রকল্পের আয়োজনে এ প্রশিক্ষণ সমাপ্ত হয়।
শিশু সুরক্ষা ও সহিংসতা প্রতিরোধ এবং বাল্যবিবাহ মোকাবেলার জন্য বিশেষ ভাবে তৈরি সামাজিক যোগাযোগ কৌশল সম্পর্কে ধর্মীয় নেতাদের ৩ দিনব্যাপী প্রশিক্ষণে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- নাগেশ্বরী উপজেলা নির্বাহী কর্মকর্তা সিব্বির আহমেদ।
এছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন-কমিউনিটি ফেসিলেটেটর বাবুল চন্দ্র রায়, হান্নান, আনোয়ার হোসেন।
প্রশিক্ষণ টি সঞ্চালনায় ছিলেন, এসবিসি প্রজেক্ট এর প্রজেক্ট অফিসার জেমস উজ্জ্বল শিকদার ও কুড়িগ্রাম এপি’র মারিও মার্ডি -প্রোগ্রাম অফিসার।
প্রশিক্ষণে ১৪ টি ইউনিয়ন ও ১টি পৌরসভা থেকে মোট ২০ জন ইমাম অংশগ্রহণ করেছেন।