বুধবার, ১২ ফেব্রুয়ারী ২০২৫, ০৩:৪৩ অপরাহ্ন
শিরোনামঃ
নাটোরে বিএসটিআইয়ের অভিযানে বেকারি কারখানাকে জরিমানা গাজীপুরের কোনাবাড়ীতে ৫৮০ পিস ইয়াবাসহ গ্রেফতার-২ গাজীপুরের কোনাবাড়ীতে ৫৮০ পিস ইয়াবাসহ গ্রেফতার-২ শ্রীপুরে মুক্তিযোদ্ধা রহমত আলী সরকারি কলেজে বসন্তের আগমনী ধ্বনি অনুষ্ঠিত বাংলাদেশ গার্মেন্টস এন্ড শিল্প শ্রমিক ফেডারেশন গাজীপুর মহানগর সভাপতি গ্রেফতার দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের কর্মচারীর বিরুদ্ধে ব্যাপক দুর্নীতি ও অনিয়মের অভিযোগ! নাগেশ্বরীতে শিশু সুরক্ষা ও সহিংসতা প্রতিরোধ ৩ দিনব্যাপী প্রশিক্ষণের সমাপ্তি গাজীপুর জেলা বিএনপির সংশোধিত আহবায়ক কমিটি ঘোষণ সিরাজগঞ্জে বৃক্ষপ্রেমী শহিদুলের নিজ উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে গাছ বিতরণ সিরাজগঞ্জে চাঞ্চল্যকর ডাকাতি ঘটনার রহস্য উদঘাটন!চার ডাকাত আটক

নেশায় বাঁধা ও থানা অভিযোগ করায় শ্যালিকার উপর দফায় দফায় হামলা!

আশরাফুল হক, লালমনিরহাট: / ৯২ বার পড়া হয়েছে।
সময় কাল : রবিবার, ২৩ জুলাই, ২০২৩

আগের বার মারছি তো অল্প-এবার কঠিন মাইর হবে-মামলা করার হাউস মিটাইয়া দিবো, বলে লালমনিরহাটের স্বপ্নের বাগান এগ্রো ফার্ম এন্ড নার্সারীর মালিক সোহেল রানাকে বিভিন্ন ভয়ভীতি হুমকি দেন একদল মাদকসেবী।

নেশা করায় বাঁধা দেয়ায় নার্সারীর মালিক সোহেল রানা (দুলাভাই) কে মারপিটের অভিযোগ থানায় করায় এবার দুই কলেজপড়ুয়া ছাত্রী (শ্যালিকা) কে মারপিটের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ঐ নার্সারির মালিক ৬ জন মাদকসেবীর বিরুদ্ধে লালমনিরহাট সদর থানায় অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সুত্রে জানা যায়, লালমনিরহাট পৌর শহরের আপনপাড়া বাসিন্দা আজিজুল হক। তার মেয়ে জামাতা সোহেল রানার (৩০) আপনপাড়া এলাকায় একটি স্বপ্নের বাগান এগ্রো ফার্ম এন্ড নার্সারী রয়েছে। বেশিভাগ সময় ওই ফার্ম এন্ড নার্সারীতে লোকজন না থাকায় ফার্মের ঘরে স্থানীয় মাদকসেবীরা রোজ নেশার আসর বসাতেন। যা ফার্মের আশপাশের লোকজন ফার্মের মালিক সোহেল রানাকে জানালে ক’দিন আগে মাদকসেবী নেশাখোরদের ফার্মে নেশা করতে নিষেধ করেন।

এতে ক্ষিপ্ত হয়ে বৃহষ্পতিবার (২০ জুলাই) বিকাল সাড়ে ৪ টায় ফার্ম এন্ড নার্সারীর সামনে জামাতা সোহেল রানা তার স্ত্রী সহ গেলে একই এলাকার মাদকসেবী দেলদার (৬০), স্বপন (৩২), আক্তার (৪৫), রোকন (৩৮), জালাল ওরফে টেপু (৪৯), রিফাত (২০) লাঠি-সোটা, লোহার রড দিয়ে মারপিট শুরু করেন। ওই সময় স্বামী সোহেল রানাকে বাঁচাতে স্ত্রী এগিয়ে আসায় মাদকসেবীরা তাকেও ব্যাপক মারপিট করেন। এতে স্বামী ও স্ত্রীর শরীরের বিভিন্ন জায়গায় রক্তাক্ত জখম সৃষ্টি হয়। এমনকি নার্সারী গাছ বিক্রির ১৫ হাজার টাকা ছিনিয়ে নেন মাদকাসক্তরা।

এ ঘটনায় ওই ৬ জনের বিরুদ্ধে সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

সদর থানায় অভিযোগ দায়ের খবর পেয়ে মাদকসেবীরা ক্ষিপ্ত হয়ে আবারো শুক্রবার (২১ জুলাই) সকাল সাড়ে ১০ টায় জামাতা সোহেল রানা (৩০) স্বপ্নের বাগান এগ্রো ফার্ম এন্ড নার্সারীর ভিতরে মাছের খাবার দেওয়ার সময় উল্লেখিত মাদকসেবী চক্রটি দলবন্ধ হয়ে লাঠি-সোটা, লোহার রড, ছোরা নিয়ে সোহেল রানাকে বলেন, আগের বার মারছি তো অল্প. এবার কঠিন মাইর হবে, মামলা করার হাউস মিটাইয়া দিবো সহ বিভিন্ন ভয়ভীতি হুমকি দেন তারা।

সোহেল রানা (দুলাভাই) কে বাঁচাতে ছুটে আসেন আজিজার রহমানের দুই মেয়ে কলেজ পড়ুয়া ছাত্রী সোহেল রানার (শ্যালিকা)। ঘটনাস্থলে এসে কলেজ পড়ুয়া দুই ছাত্রী তাদের রোষানলে পড়ে যায়। মাদকসেবীরা দুইজনকে ব্যাপক মারপিট করেন। তাদের মারপিটের আঘাতে শরীরের বিভিন্ন জায়গায় রক্তাক্ত জখম সৃষ্টি হয়।

একপর্যায়ে দুজন মাটিতে লুটিয়ে পড়লে গলা চিপে শ্বাসরোধে হত্যার চেষ্টা করেন। এমনকি পড়নের কাপড় টানা হেচড়া করে শ্লীলতাহানী ঘটায় তারা। ওই সময় কলেজ পড়ুয়া শ্যালিকা কারও ৬০ হাজার, কারও ৪৮ হাজার টাকা মূল্যের স্বর্নের চেইন জোর পুর্বক ছিনিয়ে নেয় মাদকসেবিরা।

দুই কলেজ ছাত্রী কে বাঁচাতে জামাতা জরুরী সেবা- ৯৯৯- এ ফোন দিলে সদর থানা পুলিশ ঘটনাস্থল থেকে দুলাভাই ও শ্যালিকাকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করেন। যার ভর্তির রেজিঃ নং-১১৭১/১৫০ ও ১১৭২/১৫১, তাং- ২১/০৭/২০২৩। এ ঘটনায় দুই কলেজ ছাত্রীর মা সুলতানা পারভীন বাদী হয়ে দেলদার, স্বপন, আক্তার, রোকন, জালাল ওরফে টেপু, রিফাতের বিরুদ্ধে সদর থানায় অভিযোগ দায়ের করেন।

এ ঘটনায় তদন্তকারী কর্মকর্তা লামনিরহাট সদর থানার অফিসার এসআই তুহিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় মামার রের্কডের প্রস্তুতি চলছে।

আর এ বিষয়ে লালমনিরহাট সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) ওমর ফারুক বলেন, অভিযোগটি তদন্ত করা হচ্ছে। তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

এক ক্লিকে বিভাগের খবর