পদ্মাসেতুর উদ্বোধনী দিনে গোমস্তাপুরে বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন
বাংলাদেশের আপামর জনগোষ্ঠীর স্বপ্নের ‘পদ্মা সেতুর’ উদ্বোধনী অনুষ্ঠান শনিবার ২৫ জুন। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনা ‘পদ্মা সেতুর’ শুভ উদ্বোধন করেন।
জাতির এই আনন্দঘন মুহূর্ত উদযাপন উপলক্ষে বণার্ঢ্য উৎসবের আয়োজন করেছে গোমস্তাপুরে উপজেলা আওয়ামীলীগ।
আজ শনিবার (২৫ জুন) বিকেলে বাংলাদেশ আওয়ামীলীগ গোমস্তাপুর উপজেলার কলোনি মোড়স্থ আওয়ামীলীগ কার্যালয় থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবার একই স্থানে এসে আলোচনা সভা মিলিত হয়।
এই সময় উপস্থিত ছিলেন, সাবেক সংসদ ও জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি জিয়াউর রহমান, সাবেক সংসদ ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম মোস্তফা বিশ্বাস,উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব হুমায়ুন রেজা, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মাহফুজা খাতুন, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম টাইগার জেলা মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক, হালিমা খাতুন,জেলা মহিলা আওয়ামীলীগ সহ-সভাপতি সাবিহা শবনাম কেয়া রহমানসহ অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা।
এই উপলক্ষেে সন্ধ্যার পরে সাংস্কৃতিক অনুষ্ঠান এবং আলকাপ গানের আয়োজন করা হয়েছে।