পাবনা-১ আসনে ফের নৌকার মাঝি হলেন ডিপুটি স্পিকার
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পাবনা -১ (সাঁথিয়া- বেড়া) আংশিক নির্বাচনী আসনে ফের আ.লীগের নৌকা প্রতীকের মনোনয়ন পেলেন বর্তমান সংসদ সদস্য ও জাতীয় সংসদের ডিপুটি স্পিকার বীর মুক্তিযোদ্ধা অ্যাড.শামসুল হক টুকু। তিনি ২০০৮ থেকে ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে পর পর ৩ বার আ.লীগের সংসদ সদস্য হিসেবে বিপুল ভোটে জয়লাভ করেন। তাঁর মনোনয়নে সাধারণ মানুষ সহ আ.লীগ ও তৃণমূলের নেতাকর্মীদের মাঝে আনন্দ-উচ্ছাসের জোয়ার বইছে।এবং দুই উপজেলার বিভিন্ন স্থানে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ চলছে।রোববার (২৬ নভেম্বর) বিকেলে ঢাকায় আ. লীগ দলীয় কার্যালয়ে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন প্রাপ্তদের নামের তালিকা সাংবাদিকদের মাধ্যমে ঘোষণা করেন বাংলাদেশ আ.লীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এর আগে আ.লীগের সভাপতি জননেত্রী শেখ হাসিনা মনোনয়ন প্রত্যাশীদের সাথে মতবিনিময় করেন। পাবনা বাসীকে আগামী ৭ জানুয়ারি জননেত্রী শেখ হাসিনা মনোনীত প্রার্থীকে নৌকা প্রতীকে ভোট দিয়ে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের সুযোগ দেওয়ার আহবান জানান অ্যাড.শামসুল হক টুকু। সেই সাথে তিনি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী ও আ.লীগ সভাপতি শেখ হাসিনা সহ দলীয় মনোনয়ন বোর্ডের সদস্যদের প্রতি। ডিপুটি স্পিকার নৌকার মনোনয়ন প্রাপ্ত হওয়ায় তাঁর নির্বাচনী এলাকায় মানুষদের মধ্যে খুশির জোয়ার বিরাজ করছে। জন -সম্পৃক্ততা জন কল্যাণ ও জনবান্ধব নেতা হিসেবে মানুষের জন্য নিবেদিত থাকায় তিনি মনোনয়ন পেয়েছেন বলে বিশিষ্ট জনেরা মনে করেন।