পুলিশী সেবায় এবারো সিরাজগঞ্জ “শ্রেষ্ঠ জেলা” নির্বাচিত
সিরাজগঞ্জ জেলার সুযোগ্য পুলিশ সুপার মোঃ আরিফুর রহমান মন্ডল, বিপিএম(বার), পিপিএম(বার) মহোদয়ের সার্বিক দিক-নির্দেশনা ও তত্বাবধানে জেলার সন্ত্রাস ও অপরাধ দমন, মাদক ও অস্ত্র উদ্ধার, তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী গ্রেফতার, চাঞ্চল্যকর মামলার রহস্য উদঘাটন, ওয়ারেন্ট তামিল, ট্রাফিক ব্যবস্থাপনা, আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণ, মামলা নিস্পত্তি, নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধী সার্ভিস ডেস্কে সেবা প্রদানে বিপুল ব্যবধানে
রাজশাহী রেঞ্জের জুন মাসে ৮ জেলার মধ্যে শ্রেষ্ঠ জেলা নির্বাচিত হয়েছে সিরাজগঞ্জ জেলা পুলিশ।
মঙ্গলবার (১১ জুলাই) সকাল সাড়ে ১০টায় বগুড়ার পুলিশ সুপার কার্যালয়ের কনফারেন্স রুমে ২০২৩ সালের জুন মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় সভাপতিত্ব করেন রাজশাহী রেঞ্জের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল (ডিআইজি) মোঃ আব্দুল বাতেন, বিপিএম, পিপিএম। এ সময় রাজশাহী রেঞ্জের ঊর্ধ্বতন কর্মকর্তা, সকল জেলার পুলিশ সুপারগণ ও অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
জেলা পুলিশ সিরাজগঞ্জের গর্বিত সদস্যগণ জনবান্ধব পুলিশী ব্যবস্থা প্রবর্তনপূর্বক অপরাধ নির্মূলের মাধ্যমে নিরাপদ সিরাজগঞ্জ বিনির্মাণে অঙ্গীকার ও প্রতিজ্ঞাবদ্ধ।
উল্লেখ্য, সিরাজগঞ্জ পুলিশ সুপার হিসেবে দায়িত্বভার গ্রহণের পর জেলা পুলিশ, সিরাজগঞ্জ রাজশাহী রেঞ্জে এ পর্যন্ত ১০ মাসে ০৫ বার “শ্রেষ্ঠ জেলা” হিসেবে নির্বাচিত হয়েছে।