পৌর শহরে মুজাহিদ ফুড জোন‘র ২যুগ পর নতুন সাঝে আনুষ্ঠানিক যাত্রা শুরু
মানসম্মত ও আধুনিক খাবারের প্রতিশ্রুতি নিয়ে বরগুনার বেতাগী পৌরশহরে মুজাহিদ হোটেল এন্ড রেষ্টুরেন্টের নাম পরিবর্তন করে নতুন মোড়কে ‘মুজাহিদ ফুড জোন’-এর শুভ উদ্বোধন করা হয়েছে। আজ শুক্রবার (২৯ জুলাই) বাদ আসর দোয়া অনুষ্ঠানের মাধ্যমে পৌরসভার সবেচেয়ে ব্যস্ততম ও প্রশাসনিকভাবে গুরুত্বপূর্ণ এলাকা ষ্টেশন রোডস্থ উপজেলা পরিষদের প্রধান ফটকের সম্মুখে নব উদ্দমে আনুষ্ঠানিকভাবে এ রেষ্টুরেন্ট যাত্রা শুরু করে। দোয়া অনুষ্ঠানে বাজারের ব্যবসায়ী, গণ্যমান্য ব্যক্তিবর্গ, সরকারি কর্মকর্তা, রাজনৈতিক ও গনমাধ্যম কর্মি, ওলামায়ে মাশায়েক, শিক্ষক-শিক্ষার্থী, উপস্থিত ছিলেন। দোয়া অনুষ্ঠান ও দোয়ামোনাজাত পরিচালনা করেন, বেতাগী বন্দর জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা জোবায়ের হোসেন।
মুজাহিদ ফুড জোনের মালিক আব্দুল হান্নান শানু বলেন, সঠিক ও সুন্দরভাবে প্রতিষ্ঠান পরিচালনায় সকলের দোয়া ও সহযোগিতা কামনা করে বলেন, আমার এখানে সবজি থেকে শুরু করে ভুনা খিচুড়ি, তেহারী, কাচ্চি-কাশ্মীরি- হাজীর বিরিয়ানী, ভাত, ডাল, মাছ, মাংসসহ বাড়ীতে তৈরির মত নির্ভেজাল,তরতাজা, স্বাস্থ্যকর, সুস্বাদু ও মানসম্মত নানা ধরনের খাবার সরবরাহের চেষ্টা করা হবে। সপ্তাহের আকর্ষন থাকবে সোমবার এবং বুধবার ঐতিহ্যবাহী‘মেজবানি খাবার’।
তাছাড়া রোদ, বৃষ্টি অথবা, ব্যাস্ততার কারনে পছন্দের খাবার গ্রহণের ইচ্ছা জাগলেও তা সম্ভব হয়ে ওঠে না তাই এ সমস্যা দূর করতে ‘মুজাহিদ ফুড জোন’-এর কন্টাক নাম্বারে কিংবা ফেইসবুক পেইজে যোগাযোগ করলেই আপনার পছন্দের খাবারটি আপনার বাসা কিংবা অফিসে হাতের নাগালে পৌঁছে দেওয়া হবে।