প্রকাশিত সংবাদের প্রতিবাদ
গত ৬ আগষ্ট একটি অনলাইন নিউজ ও স্থানীয় পত্রিকা দৈনিক যমুনা প্রবাহ প্রকাশিত “তাড়াশে যুবলীগ নেতা শাহিন ফকিরের বিরুদ্ধে মসজিদের টাকা আত্মসাৎ এর অভিযোগ” শিরোনামের সংবাদটি আমার দৃষ্টিগোচর হয়েছে।
সংবাদে আমাকে জড়িয়ে যে তথ্য উপস্থাপন করা হয়েছে তাহা সম্পুর্ন মিথ্যা,বানোয়াট ও ভিত্তিহীন৷ সংবাদে লেখা হয়েছে তাড়াশে নওগাঁ ইউনিয়ন যুবলীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদকের বিরুদ্ধে মসজিদের ৫০ থেকে ৬০ লক্ষ টাকা আত্মসাৎ এর অভিযোগ। আমি আমার গ্রামের মসজিদ কমিটির সভাপতি, সম্পাদক, ক্যাশিয়ার কোনটাই না।
আমি সাধারণ একজন সদস্য মাত্র। আমার কাছে মসজিদের কোন টাকা কোনদিন ছিলোও না আর থাকার কথাও না। প্রকাশিত সংবাদটি সম্পূর্ণ উদ্দেশ্যপ্রণোদিত মিথ্যা বানোয়াট ও ভিত্তিহীন। কে বা কারা প্রতিহিংসা চরিতার্থ করার জন্য এহেন কর্মকাণ্ডে লিপ্ত। আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দিয়ে ও সাংবাদিকদের ভুল তথ্যদিয়ে এমন সংবাদ পরিবেশন করিয়ে সুনাম ক্ষুণ্ণ করা হয়েছে।
উল্লেখিত উক্ত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
প্রতিবাদকারীঃ-
মোঃ শাহিন ফকির
ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক
নওগাঁ ইউনিয়ন আওয়ামী লীগ যুবলীগ।