প্রেসক্লাব নান্দাইল এর ২৯ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
জাঁকজমকপূর্ণ পরিবেশে প্রেসক্লাব নান্দাইল এর ২৯ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শনিবার (২জুলাই) সকাল ১১ টায় প্রেসক্লাব নান্দাইল কার্যালয় থেকে আনন্দ শোভাযাত্রা শুরু হয়ে নান্দাইল পুরাতন বাস স্ট্যান্ড পদক্ষিণ করে নান্দাইল নতুন বাজার হয়ে প্রেস ক্লাব নান্দাইল এ শেষ হয়।
পরে প্রেসক্লাব কার্যালয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা হয়। এসময় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন প্রেসক্লাব নান্দাইলের সভাপতি এডভোকেট হাবিবুর রহমান ফকির। সাধারণ সম্পাদক শামছ-ই তাবরীজ রায়হানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান হাসান মাহমুদ জুয়েল, বিশেষ অতিথি উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সারোয়ার হাসান জিটু, উপদেষ্টা ডা. মতিউর রহমান। অত্র ক্লাব ও বিভিন্ন ক্লাবের সাংবাদিক বৃন্দ,পত্রিকার হকার সহ গুণীজন উপস্থিত ছিলেন।
২৯ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রেসক্লাব নান্দাইল এর বর্তমান সভাপতি হাবিবুর রহমান আগামী এক বছরের জন্য প্রেস ক্লাব নান্দাইলের সভাপতির দায়িত্ব দেন হান্নান মাহমুদ কে।