শিরোনামঃ
বগুড়া থেকে অপহৃত কিশোরী গাজীপুরে উদ্ধার
![](https://kolomerbatra.com/wp-content/uploads/2023/10/IMG_20231010_160303-700x390.jpg)
বগুড়া থেকে অপহৃত কিশোরীকে গাজীপুরের জয়দেবপুর থানাধীন মির্জাপুর এলাকা থেকে উদ্ধার এবং অপহরণ চক্রের মূলহোতা আতিকুর রহমানকে (২৩) গ্রেফতার করেছে র্যাব-১।
মঙ্গলবার (১০ অক্টোবর) দুপুরে জয়দেবপুর সদর
থানাধীন মির্জাপুর এলাকা থেকে র্যাব-১ ও ১২ ব্যাটালিয়নের এর সদস্যরা যৌথ অভিযানে তাকে গ্রেফতার করে।
র্যাব জানায়, গত ১৮ আগস্ট সকাল ৯ টার সময় বগুড়া জেলার সারিয়াকান্দি থানাধীন সারিয়াকান্দি বালিকা উচ্চ বিদ্যালয়ের মেইন গেটের সামনে হতে অপহরণের মুলহোতা মোঃ আতিকুর রহমান ওই কিশোরীকে বিয়ের প্রলোভন দেখিয়ে ফুসলিয়ে এবং সহায়তাকারী অন্যান্য ৫ জন অপহরণকারীর সহায়তায় জোর পূর্বক সিএনজিতে উঠিয়ে অপহরণ করে অজ্ঞাতস্থানে নিয়ে আটকিয়ে রাখে। পরবর্তীতে বিভিন্ন জায়গায় খোঁজ-খবর নিয়েও না পেয়ে ওই কিশোরীর মা রুমি খাতুন উক্ত বিষয়ে বাদী হয়ে বগুড়া জেলার সারিয়াকান্দি থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন।
পরে সারিয়াকান্দি থানা পুলিশ ওই কিশোরীর অবস্থান গাজীপুরের জয়দেবপুর থানাধীন মির্জাপুর এলাকায় ট্যাগ করে জানতে পেরে র্যাব-১ পোড়াবাড়ী ক্যাম্পের নিকট সহয়তা কামনা করলে র্যাব-১ এর আভিযানিক দল বিষয়টি আমলে নিয়ে ছায়াতদন্ত শুরু করে।
গাজীপুর পোড়াবাড়ি ক্যামের কোম্পানি কমান্ডার
মেজর মোঃ ইয়াসির আরাফাত হোসেন জানান,
এরই ধারাবাহিকতায় মঙ্গলবার (১০ অক্টোবর)
জয়দেবপুর থানাধীন মির্জাপুর এলাকা থেকে ওই কিশোরীকে উদ্ধার করে অপহরণের মূল হোতা আতিকুর রহমানকে গ্রেফতার করা হয় ।
আতিকুর রহমান প্রাথমিক ভাবে অপহরণের সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে। পরবর্তীতে তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান র্যাবের ওই কর্মকর্তা
আপনার মতামত লিখুন :
Leave a Reply
এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর