বুধবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৫, ০৯:০০ অপরাহ্ন
শিরোনামঃ

বশেমুরকৃবিতে অভিযোগ প্রতিকার ও জিআরএস সফটওয়্যার বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক, গাজীপুরঃ / ৬৬ বার পড়া হয়েছে।
সময় কাল : বৃহস্পতিবার, ১৪ ডিসেম্বর, ২০২৩

 বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরকৃবি) আইকিউএসি আয়োজিত বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) এর আওতায় ‘অভিযোগ প্রতিকার ও জিআরএস সফটওয়্যার’ বিষয়ক এক দিনের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের আইকিউএসি সম্মেলন কক্ষে ওই অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণের উদ্বোধনী পর্বে বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ গিয়াসউদ্দীন মিয়া প্রধান অতিথি এবং ট্রেজারার প্রফেসর তোফায়েল আহমেদ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
আইকিউএসি’র পরিচালক প্রফেসর ড. মোতাহার হোসেনের সভাপতিত্ব উদ্বোধনী পর্বে প্রধান অতিথির বক্তব্যে ভাইস-চ্যান্সেলর বলেন, বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) এর আওতায় অভিযোগ প্রতিকার ও জিআরএস সফটওয়্যার অত্যন্ত গুরুত্বপূর্ণ উপাদান।
বশেমুরকৃবি ইতিমধ্যে টানা তৃতীয়বার এপিএ বাস্তবায়ন ও মূল্যায়নে দেশসেরা বিশ্ববিদ্যালয়ের মর্যাদা লাভ করেছে। এটি বিশ্ববিদ্যালয় পরিবারের জন্য একটি গর্বের বিষয়। সাফল্যের এ ধারা অব্যাহত রাখতে এ প্রশিক্ষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। দিনব্যাপী প্রশিক্ষণে রিসোর্স পার্সন হিসেবে প্রশিক্ষন পরিচালনা করেন আইকিউএসির প্রাক্তন পরিচালক ও বর্তমান পরিচালক (গবেষণা) প্রফেসর ড. মোঃ আবিয়ার রহমান। সিটিজেন চার্টারের আওতাভ‚ক্ত বিশ্ববিদ্যালয়ের সকল ডীন, পরিচালক, প্রক্টর, রেজিস্ট্রার এবং বিভাগীয়/শাখা প্রধানগণ প্রশিক্ষণে অংশগ্রহণ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

এক ক্লিকে বিভাগের খবর