বশেমুরকৃবি ভেটেরিনারি টিচিং হসপিটালে ইয়ং ডক্টরস লার্নিং প্রোগ্রাম অনুষ্ঠিত
গাজীপুর জেলা সংবাদদাতা: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি টিচিং হসপিটাল এর উদ্যোগে ডিভিএম ৯ম ব্যাচের শিক্ষার্থীদের জন্য ইন্টার্নশিপ প্রোগ্রামের প্রাক্কালে “ইয়ং ডক্টরস লার্নিং প্রোগ্রাম” এবং বিনামূল্যে প্রাণি চিকিৎসা ও পরামর্শ প্রদান কর্মসূচি অনুষ্ঠিত হয়।
শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে আয়োজিত এই কর্মসূচিতে দিন ব্যাপী শতাধিক গবাদিপশু, হাঁস মুরগি, কুকুর, বিড়াল ও বিভিন্ন প্রজাতির বন্যপ্রাণীর বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ, কৃমিনাশক ব্যবস্থাপনা, টিকা প্রদান এবং খামারীদের পশুপাখির সার্বিক স্বাস্থ্যগত বিষয়ে পরামর্শ প্রদান করা হয়।
উক্ত কর্মসূচিতে উপস্থিত ছিলেন ভেটেরিনারি মেডিসিন অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্স অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ আলী জিন্নাহ, সাবেক ডিন প্রফেসর ড. আ ন ম আমিনুর রহমান, প্রফেসর ডঃ মোঃ গোলাম হায়দার, ভেটেরিনারি টিচিং হসপিটালের সহযোগী পরিচালক প্রফেসর ড. মোঃ আতাউর রহমান সহ অনুষদের অন্যান্য শিক্ষকবৃন্দ। ভেটেরিনারি টিচিং হাসপাতালের পরিচালক প্রফেসর ড. মোঃ তৈমুর ইসলাম আজকের অনুষ্ঠানের সভাপতিত্ব করেন। কর্মসূচির সার্বিক সহযোগিতা ও পৃষ্ঠপোষকতা করেছে এসকেএফ ফার্মাসিউটিক্যালস লিমিটেড।