বাউফলে দাফনের দুই মাস পরে লাশ চুরি
![](https://kolomerbatra.com/wp-content/uploads/2023/08/received_972141960760517.jpeg)
পটুয়াখালীর বাউফলে প্রায় দুই মাস আগে বজ্রপাতে নিহত এক জেলের কবর থেকে লাশ চুরির ঘটনা ঘটেছে। শুক্রবার রাতে উপজেলার চন্দ্রদ্বীপ ইউনিয়নের চরব্যারেট গ্রামে এ ঘটনা ঘটে।
শনিবার (১৯ আগস্ট) ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন চন্দ্রদ্বীপ ইউপি চেয়ারমান এনামুল হক।
তিনি জানান, চরব্যারেট গ্রামের ফিরোজ হাওলাদারের ছেলে রাসেল হাওলাদার প্রায় দুই মাস আগে নদীতে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে নিহত হন। তাকে স্থানীয় খলিফাবাড়ি মসজিদের পাশে কবর দেওয়া হয়। শুক্রবার রাতে দুর্বৃত্তরা কবর খুঁড়ে তার লাশ চুরি করে নিয়ে যায়।
ওই গ্রামের সাবেক মহিলা মেম্বার আফরোজা বানু বলেন, বজ্রপাতে নিহতের কঙ্কাল নাকি মহামূল্যবান। যার কারণে একটি চক্র এ লাশ চুরি করে বলে শুনেছি। এবার নিজ গ্রামে লাশ চুরির ঘটনা ঘটেছে। এতে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, প্রায় ২ মাস আগে প্রমত্তা তেতুলিয়া নদীতে মাছ শিকারের সময় বজ্রপাতের শিকার হয়ে রাসেল পানিতে পড়ে যায়। ২ দিন পর উদ্ধারকৃত রাসেল এর মরদেহ চরব্যারেট সেকান্দার আলী খলিফা বাড়ির মসজিদের পাশে দাফন করা হয়। প্রায় ২ মাস পর শুক্রবার গভীর রাতে দুর্বৃত্তরা কবর খুঁড়ে রাসেলের লাশ চুরি করে নিয়ে যায় দুর্বৃত্তরা।
বাউফল থানার ওসি (তদন্ত) মো. মিজানুর রহমান বলেন, ‘লাশ চুরির ঘটনার ব্যাপারে শুনেছি। খোঁজখবর নিয়ে ব্যবস্থা নেওয়া হবে।