বাজেট সহায়তায় ৪০ কোটি ডলার দিল এআইআইবি
বাজেট সহায়তা হিসেবে বাংলাদেশকে ৪০ কোটি ডলার দিয়েছে এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংক (এআইআইবি)। প্রতি ডলার সমান ১১৭ টাকা ১১ পয়সা হিসেবে বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ প্রায় ৪ হাজার ৬৮৪ কোটি টাকা।
ক্লাইমেট রেজিলেন্ট হয়। ইনক্লুসিভ ডেভেলপমেন্ট প্রোগ্রামের আওতায় সংস্থাটি এ ঋণ দিয়েছে। গতকাল অর্থনৈতিক সম্পর্ক বিভাগ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। এ জন্য একটি চুক্তিও স্বাক্ষরিত বাংলাদেশ সরকারের পক্ষে ইআরডির অতিরিক্ত সচিব মিরানা মাহরুখ এবং এআইআইবির ভারপ্রাপ্ত ভাইস প্রেসিডেন্ট রাজাত মিশ্রা ঋণচুক্তিতে স্বাক্ষর করেন। এ ঋণ কর্মসূচির মূল উদ্দেশ্য হলো, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় মজবুত ভিত্তি তৈরি করা ও অভিযোজনের মাত্রা বৃদ্ধি করা।
একই সঙ্গে জলবায়ুভিত্তিক টেকসই উন্নয়নে সহায়তা দেওয়া, জলবায়ু সহনশীলতা বৃদ্ধির মাধ্যমে জলবায়ু পরিবর্তনজনিত ক্ষতির মাত্রা ও প্রভাব হ্রাস, গ্রিন হাউস গ্যাস নির্গমন হ্রাস এবং দেশের অর্থনীতিকে জলবায়ুভিত্তিক নিম্ন কার্বন অর্থনীতিতে রূপান্তর করাই এই ঋণপ্রকল্পের উদ্দেশ্য। এআইআইবি থেকে গৃহীত এ ঋণ পাঁচ বছরের গ্রেস পিরিয়ডসহ ২৫ বছরে পরিশোধযোগ্য। ঋণের সুদের হার হিসেবে এককালীন ০ দশমিক ২৫ শতাংশ পরিশোধ করা হবে। এই ঋণের অর্থ সরাসরি বৈদেশিক মুদ্রার রিজার্ভের সঙ্গে যোগ হবে। এতে রিজার্ভ শক্তিশালী হবে বলে মনে করে ইআরডি।