বেড়া উপজেলা আইন শৃঙ্খলা মাসিক সভা অনুষ্ঠিত
এস আর শাহ্ আলম স্টাফ রিপোর্টার
পাবনার বেড়া উপজেলা প্রশাসনের আয়োজনে আজ বৃহস্পতিবার সকাল ১১ টায় উপজেলা সভাকক্ষে আইন শৃঙ্খলা ও মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। নবনির্বাচিত উপজেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল হকের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা -১ আসনের মাননীয় সংসদ সদস্য ও জাতীয় সংসদের ডেপুটি স্পিকার বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট শামসুল হক টুকু। অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন বেড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোরশেদুল ইসলাম ,সহকারী কমিশনার (ভূমি)রিজু তামান্না, উপজেলা নাগরিক কমিটির সভাপতি আল মাহমুদ সরকার , উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ নুসরাত কবীর ভাইস চেয়ারম্যান মেজবাহ উল হক, মহিলা ভাইস চেয়ারম্যান শায়লা শারমিন ইতি, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রভাষক আবু সাঈদ, বেড়া মডেল থানার অফিসার ইনচার্জ রাশিদুল ইসলাম, আমিনপুর থানার ওসি হারুন অর রশিদ, সহ উপজেলা পর্যায়ের সকল কর্মকর্তা, নয়টি ইউনিয়নের চেয়ারম্যান, বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ সহ গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন। প্রধান অতিথির বক্তব্যে
অ্যাডভোকেট শামসুল হক টুকু বলেন, সামাজিক ঐক্য গড়ে তুলে দেশের উন্নয়নকে এগিয়ে নিতে হবে, উপজেলায় মাদক নিয়ন্ত্রণে এবং আইনশৃঙ্খলা রক্ষার্থে যাঁর যাঁর অবস্থান থেকে কাজ করতে হবে।