বেতাগীতে এনসিটিএফ এর উদ্যোগে ফুটবল টুর্ণামেন্ট অনুষ্ঠিত
বরগুনার বেতাগীতে কিশোরদের মোবাইল ফোন আসক্তি ও মাদক থেকে দূরে রাখতে বেতাগী উপজেলা এনসিটিএফ এর আয়োজনে ও গ্রীনপিস সোসাইটির সহযোগিতায় এই ফুটবল খেলার আয়োজন করা হয়।
বৃহস্পতিবার (০৪ আগষ্ট) সকালে বেতাগী উপজেলার কাজীরাবাদ ইউনিয়ন এর কাউনিয়া এমদাদিয়া মাধ্যামিক বিদ্যালয় মাঠে এনসিটিএফ এর কিশোর দের নিয়ে ফুটবল প্রীতি ম্যাচের আয়োজন করে। এ সময় তারা আনন্দ-উৎসবে মেতে উঠে। এসএসসি পরীক্ষার্থী ২০২২ একাদশ বানম এসএসসি পরীক্ষার্থী একাদশ,খেলার ফলাফল ০৪-০১গোলে জয়লাভ করে এসএসসি পরীক্ষার্থী ২০২২ একাদশ । শেষে দুপুর সাড়ে ১২ ঘটিকায় পুরস্কার বিতরণ করা হয়।
কাউনিয়া এমদাদিয়া মাধ্যমিক বিদ্যালয় এর প্রধান শিক্ষক,শহিদুল ইসলাম এর সভাপতিত্বে খেলার উদ্বোধন করেন বেতাগী নাগরিক ফোরামের (বিএনএফ) সভাপতি লায়ন মোঃ শামীম সিকদার
প্রধান অতিথি ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শহীদুর রহমান।
এনসিটিএফ এর শিশু গবেষক ইমরান হোসেন এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বেতাগী প্রেসক্লাবের সাবেক সভাপতি, সাইদুল ইসলাম মন্টু, স্বগত বক্তব্য রাখেন বেতাগী উপজেলা এনসিটিএফ সাধারণ সম্পাদক, ইশরাত জাহান লিমা।
এ সময় উপস্থিত ছিলেন এনসিটিএফ বেতাগী উপজেলা শাখার যুগ্ন সাধারণ সম্পাদক মো: সুমন মিয়া, শিশু সাংসদ (এমপি)আরিফুল ইসলাম মান্না, সাবেক শিশু গবেষক মঈন উদ্দীন প্রমুখ।
আয়োজকরা জানান, বর্তমান তরুণ ও কীশোর সমাজ দিন দিন মাদক এবং মোবাইল আসক্তি হারিয়ে যাচ্ছে তাদেরকে দূরে রাখতে এ আয়োজন করা হয়।